আসসালামু আ'লাইকুম।
আমার ইসলাম সম্পর্কে জ্ঞান খুব কম।
তবে রিসেন্টলি আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যেমন-
১. আল্লাহ সবকিছু থেকে পবিত্র বলতে আমি বুঝতাম- মানুষের ভালোমন্দের সংজ্ঞা আল্লাহর উপরে খাটবেনা, আল্লাহ আমাদের বানিয়েছেন, তার বানানো নিয়মে ন্যায়-অন্যায় ঠিক হবে। আল্লাহকে এসব ন্যায় অন্যায় দিয়ে লিমিট করা যাবেনা ঠিক যেমন স্থান, সময় দিয়ে লিমিট করা যায়না।
আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জগতের নিয়ম অনুযায়ী শুধু আমাদের বোঝার জন্যই আল্লাহ তৈরী করে দিয়েছেন।
যেমন আল্লাহ যদি অন্য কোনো নিয়মের জগৎ তৈরী করেন তাহলে সে জগতে আল্লাহর গুণবাচক নামগুলো হবে অন্যরকম। এই জগতে আমাদের বোঝার জন্য যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো শুধু এই জগতের জন্য 'বানানো', বাস্তবে এসকল বৈশিষ্ট্য দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করা সম্ভব না।
আমার এই বিশ্বাসটা কি কুফরি বিশ্বাস?
২. এরপরে আমি একটু ঘাঁটাঘাঁটি করে দেখি যে আল্লাহ 'সব' থেকে পবিত্র না, বরং সকল দোষ-ত্রুটি-সীমাবদ্ধতা থেকে পবিত্র। অর্থাৎ যত ভালো-স্বয়ংসম্পূর্ণ গুণ আছে সবগুলো আল্লাহর মাঝে আছে।
এমন হতে পারে যে এগুলো ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আল্লাহর আছে কিন্তু আমাদের জানানো হয়নি।
কিন্তু যেগুলো জানানো হয়েছে- সেগুলো আমাদের বোঝার জন্য বানানো হয়নি, বরং সত্যিই এগুলো আল্লাহর বৈশিষ্ট্য, কারণ অন্য কোনো জগতে এই বৈশিষ্ট্যগুলো মিথ্যা হতে পারে এমন তো অসম্ভব লাগে। আল্লাহর সীফাত সবসময়ই থাকবে। বরং আল্লাহ দয়া করে কিছু সীফাতের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
কিন্তু তাহলে আবার এটা মানুষের তৈরী মাপকাঠি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করা হয়ে গেলনা?
এই প্রশ্নগুলোতে সমস্যা আছে, আমাকে হয়তো শয়তান শব্দ দিয়ে ধোঁকা দিচ্ছে এটা আমার মনে হয়।
এগুলোর উত্তর খোঁজার জন্য আমি আল্লাহর কাছে দুয়া করি৷ মগজের দূর্বলতার জন্য ধরতে পারিনা কোথায় ভুল হচ্ছে। মেয়েমানুষ বলে যোগ্য আলেমও খুঁজে পাইনা।
আমার কি ইমান আছে?
যতদিন উত্তর না পাই ততদিন আমি কী বিশ্বাস করলে আমার ঈমান ঠিক থাকবে?
৩. অনেকে বলে আল্লাহ সব পারলে সন্তান নিতে পারেননা?
আমি আগে এরকম ভাবতাম যে আল্লাহর সন্তান নেয়ার ক্ষমতা থাকলেও তার শানের সাথে সন্তান, জন্ম-মৃত্যু এসব যায়না৷ এজন্য তিনি এগুলো করতে পারেননা। পারেননা মানে এটা না যে তাঁর ক্ষমতা নেই। বরং পারেননা কারণ এটা তার গুণের সাথে কন্ট্রাডিক্ট করে। যেমন আল্লাহ মারা যেতে পারেননা, বা তাঁর থেকে শক্তিশালী কিছু সৃষ্টি করতে পারেননা যেহেতু আল্লাহকে সবসময় থাকতে হবে এবং আল্লাহর শক্তি অসীম(এর বেশি কিছু সম্ভবনা)।
যেমন আমি যদি বলি আমি সত্যবাদী, তাহলে আমি মিথ্যা বলতে পারবনা। এর মানে ক্ষমতার ঘাটতি না, বরং সত্যবাদী গুণটা নষ্ট হয়ে যাবে তাই।
এক্ষেত্রে এগুলো কি ঠিক আকীদা?