আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১)
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর। এই দোয়া কি সকালে এবং সন্ধ্যায় ১০০ বার করে পড়তে হবে?
এইরকম সকাল এবং সন্ধ্যায় ১০০ বার করে আর কোন কোন দুআ/যিকির পড়তে হয়?
২)বিতর নামাজে দোয়া কুনুত "আল্লা-হুম্মাহ্ দিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা, ওয়া বা-রিক লী ফীমা- আ’অ্‌তাইতা, ওয়া ক্বিনী শার্‌রা মা- ক্বাদ্বাইতা, ফাইন্নাকা তাক্বদ্বী, ওয়ালা- ইউক্বদ্বা ‘আলাইকা, শুধু এইটুকু পড়লে হবে?দোয়াটা তো আরো বড়। কিন্তু আমি শুধু এইটুকু পড়ি।
৩)এই অ্যাপটি প্লে স্টোরে পেলাম। এখানে যে সমস্ত দোয়া আছে তা পড়া যাবে শাইখ?
https://play.google.com/store/apps/details?id=com.ihadis.dua