আসসালামু আলাইকুম, হুজুর
আমি ঔষধ কোম্পানি তে চাকুরী করি, HR ডিপার্টমেন্ট থেকে সিম কার্ড দিয়েছিল। আমার সেই সিম এ টাকা কম আসতো (কোম্পানি থেকে টাকা রিচার্জ করে দিত)। পরে আমি সিম কার্ড HR ডিপার্টমেন্ট এ জমা দিয়ে, HR এর ভাইকে ওয়াটস আপ এ মেসেজ দিছিলাম যে সিম কার্ড জমা দিছি (অনেক দিন আগে), ভাই এই ম্যাসেজ সিন করে নি তখন।
আজকে অফিসের কোন কাজে ভাই কে মেসেজ দিছি,
"Vai".
ভাই রিপ্লাই দিছে, " ki problem?"
পরে আমার মাথায় চিন্তা আসলো, "ভাই "কি প্রবলেম" বলতে কি তা* জাতীয় কিছু বুঝাচ্ছে?
তখন ভবলাম, আমি রিপ্লাই দেই, "কোন সমস্যা নেই"।
পরে স্ক্রিনে চেয়ে দেখি ভাই লিখছে " SIM e"
(মানে এতো দিন পর সিমের মেসেজ দেখছে)
পরে মাথায় চিন্তা আসলো ভাই কি সিমের সাথে তা* জাতীয় কিছু বুঝাচ্ছে কিনা?
তখন ভবলাম আমি রিপ্লাই দেই, "ভাই, কোন সমস্যা নেই, সিমে"
এবং আমি টাইপ ও করলাম, "kono somossa nei, sim e" কিন্তু মেসেজ সেন্ট করে নি।
পরে ভাবলাম "সিম এ" শব্দ টা কেটে দেই। এবং "সিম এ শব্দ কেটে ভাইকে মেসেজ সেন্ট করলাম।
পরে দেখি ভাইকে মেসেজ সেন্ট হইছে, " Vai kono nai'
অর্থাৎ আমি ভাইকে, "Vai kono somossa nei" লেখার সময় বেখেয়ালি ভাবে "Vai kono nei' লিখছি। পরে সাথে সাথেই আবার মেসেজ পাঠাইছি ভাই কে "Vai kono somossa nei*" [* দিয়ে ভাইকে বুঝাইছি ভাইকে * যুক্ত মেসেজ ই দিতে চাইছিলাম, অর্থাৎ Vai kono somossa nei এই মেসেজ ই দিতে চাইছিলাম]
এখন প্রশ্ন আমি যে, ভাইকে, "Vai kono somossa nei" লেখার সময় বেখেয়ালি ভাবে "Vai kono nei' লিখছি। পরে সাথে সাথেই আবার মেসেজ পাঠাইছি ভাই কে "Vai kono somossa nei* এবং আমার মাথায় তা* এর চিন্তা আসতেছিল, এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?