গণভোট ২০২৬ এ দুটি অপশন থাকবে। হ্যা/না। একজন সচেতন মুসলিম হিসেবে কোন অপশনটি বেছে নেওয়া যৌক্তিক হবে তা জানালে উপকৃত হতাম। গণভোট আমার জীবনে এবারই প্রথম। একেক জন একেক রকম বলছেন, কেউ হ্যাঁ এর পক্ষে, কেউবা আনার না-এর পক্ষে দাওয়াত দিচ্ছেন। তাই সঠিক নির্দেশনা প্রাপ্তির আশায় আপনাদেরকে স্মরণ করছি।