আমার আম্মুর চাচা মারা গিয়েছে।এখন ওয়ারিশ কে কে হতে পারে, এটা জানা জরুরি। কারণ আমার মামাদের ওয়ারিশ হওয়ার দাবি করাটা ঠিক কি না জানা জরুরি
নানার(মুরিস) দুই মেয়ে এবং স্ত্রী জীবিত। তার ৫ ভাইয়ের মধ্যে ২ ভাই জীবিত। আর বাকি তিন ভাইয়ের ছেলেরা আছে।
মুরিসের বড় ভাইয়ের ৩ ছেলে(আমার আপন মামা) আছে, তারপরের ভাই মৃত কিন্তু তার ৪ জন ছেলে আছে, পরের দুই ভাই জীবিত, ছোটভাইয়ের ১ ছেলে আছে।
আমার জানামতে,নসবি আসাবা হবে ভাই।ভাই জীবিত থাকা অবস্থায় ভাতিজারা ওয়ারিশ হয় না।
১/কারা ওয়ারিশ হবে?
২/কে কত অংশ পাবে সেটা বললে মুনাসিব হয় ইন শা আল্লাহ