জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআনে সুরা মায়েদাতে আল্লাহ্ তায়ালা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ
অর্থ : “হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখ মন্ডল ও দুই হাত কনুই সহ ধৌত করবে, এবং তোমাদের মাথা মাসেহ করবে, আর দুই পা গোড়ালীসহ ধৌত করবে।” [সূরা মায়িদাহঃ আয়াত-৬]
https://www.ifatwa.info/9190 নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছে যে,
বাস বা যানবাহনে থাকার কারণে যদি কোনো মহিলা পর্দা করতে সক্ষম না হয়,এবং তায়াম্মুম করতেও সক্ষম না হয়,তাহলে ইশারায় নামায আদায় করবে,তবে যদি তায়াম্মুম করার সুযোগ থাকে,তাহলে তায়াম্মুম করে নামাযকে আদায় করবে,এবং পরে নামাযকে পূনরায় পড়ে নেবে।জনসম্মুখে তায়াম্মুম করতে যদি হাত মুখ খুলতেই হয়,তাহলে হাত মুখ খুলে অজু/তায়াম্মুম করে নেবে।তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে,যাতে নিজেকে পুরপুরুষের দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/9190
https://www.ifatwa.info/34264/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- মহিলারা নামাযের সময়ের প্রতি লক্ষ্য রেখেই ঘরের বাহিরে যাবে। নামাযের সময়ের পূর্বেই যাতে বাসায় বা নিরাপদ জায়গায় পৌছা যায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবে। যদি কোনো মহিলা নাসাযের সময়ে ঘরের বাহিরে থাকে, তাহলে প্রথমে অজু করার চেষ্টা করবে, অজু সম্ভব না হলে,পর্দার সাথে তায়াম্মু করার চেষ্টা করবে।যদি পর্দার সাথে তায়াম্মু করাও সম্ভব না হয়, তাহলে সর্বশেষ ইশারার মাধ্যমে নামায আদায় করে নেবে।এবং পরবর্তীতে নামাযকে পূনরায় দোহড়িয়ে নেবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বোরকার উপরে হাত মাসেহ করা এবং হিজাবের উপরে মাথা মাসেহ করা যাবেনা। এতে অযু হবেনা।
আপনি হিজাবের নিচ দিয়ে মাথা মাসাহ করবেন। আর হাত ধৌত করবেন।
তদুপরি এটি যদি কোনভাবে সম্ভবপর না হয়, সেক্ষেত্রে আপনি কোন ওয়াশরুমে গিয়ে অজু করবেন। তাহলে উক্ত সমস্যার সম্মুখীন হতে হবে না।
আর যদি সেই স্থানে কোন ওয়াশরুম না থাকে, আপনাকে এরকম ভাবে জনসম্মুখে পুরুষদের সামনেই অজু করতেই হয়, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করে নিবেন।পরবর্তীতে সে নামাজ পুনরায় বাসায় গিয়ে অযু করে আদায় করে নিবেন।