আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
স্বপ্নে দেখলাম একটা কুকুর আর বিড়াল ঝগড়া দিচ্ছে, একে অপরকে চড় মারলো, কিন্তু বিড়ালের বেশি জখম হয় এবং মৃতপ্রায় অবস্থা । পাশে কিছু মোরগ বিড়ালকে বাঁচানোর চেষ্টা করছে ।
উস্তায এটা কি কাল্পনিক স্বপ্নের মধ্যে পড়ে? আসলে ২দিন আগে এক ভয়ংকর মহিলার সাথে কথা কাটাকাটি হয়েছে, সে জাদু টোনায় অভ্যস্থ তাই স্বপ্ন টার ব্যাপার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করা......