আজকে রাত ৪:৩০ এর দিকে একটি স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙ্গে যায়। স্বপটা এত জীবন্ত ছিল যে ঘুম ভাঙ্গার পর ও অনেক জীবন্ত লাগছিল।আমি স্বপ্নে দেখেছি যে আমি প্রেগন্যান্ট এবং আমার লেভার পেইন উঠেছে তারপর অনেক চেষ্টার পর নরমাল ডেলিভারিতে একটি ছেলে বাচ্চা হয়েছে, সেখানে আমার আম্মু ও উপস্থিত ছিলেন। তারপর আমার বোন ও আসল। শেষে আমার হাজব্যান্ড (স্বপ্নে) আসল।
আমি অবিবাহিত,বিয়ে ঠিক হয়েছে কয়েকমাস আগে, আলহামদুলিল্লাহ। সামনের ঈদের পর বিয়ে ইনশাআল্লাহ।
কিন্তু আজকে আমি জানতে পারলাম আমার পরিচয় এক বান্ধবীর ছেলে বাচ্চা হয়েছে।
এখন আমি জানতে চাই যে স্বপ্নে নিজের দেখলে অন্যের হয় এই কথাটা কি সত্য?