জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله ﷺ: «مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنْ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ»
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন যে ব্যক্তি তিনবার জান্নাত চায়, জান্নাত বলে: “হে আল্লাহ! তাকে জান্নাতে প্রবেশ করান।” আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে:
“হে আল্লাহ! তাকে আগুন থেকে রক্ষা করুন।”
(সুনান আত-তিরমিযী, হাদীস ২৫৭২)
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ: «إِنَّ لِلَّهِ عُتَقَاءَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، وَلِكُلِّ مُسْلِمٍ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ»
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতি দিন ও প্রতি রাতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এবং প্রত্যেক মুসলিমের একটি দোয়া কবুল করা হয়।
(সুনানে তিরমিজি ৬৮২,ইবনে মাজাহ ১৬৪৩)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত দোয়াটির অর্থ সহিহ,দোয়া হিসেবে জায়েজ ও উত্তম।
তবে রাসূল ﷺ থেকে হুবহু এই বাক্যে বর্ণিত পাইনি।
সুতরাং এটি হাদীস হিসেবে পাইনি,তাই বলতে পারি যে এটি হাদীসের অর্থের আলোকে রচিত একটি মাসনূন ভাবসম্পন্ন দোয়া।
(০২)
হাদীস শরীফে এসেছেঃ-
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ فِي يَوْمٍ، حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
যে ব্যক্তি দিনে ১০০ বার বলে—
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি”,
তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়,
যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।
(সহিহ বুখারী (৬৪০৫), সহিহ মুসলিম (২৬৯১)
عن أبي هريرة رضي الله عنه قال رسول الله ﷺ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، مِائَةَ مَرَّةٍ فِي يَوْمٍ…»
যে ব্যক্তি দিনে ১০০ বার হাদীসে উল্লেখিত কালিমা পড়ে তার জন্য সওয়াব লেখা হয়, গুনাহ মাফ হয় এবং শয়তান থেকে হিফাজত হয়।
(সহিহ বুখারী (৩২৯৩), সহিহ মুসলিম (২৬৯১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহ" এই গুলো সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার পড়ার নিয়মটা হাদীসে নির্দিষ্ট আকারে পাইনি।
তবে প্রতি ফরজ নামাজের উক্ত তাসবিহ গুলো পর ৩৩ বার ৩৩ বার ও ৩৪ বার করে পড়ার কথা হাদিসে পেয়েছি। পাশাপাশি সুবহানাল্লাহ বিহামদিহি সকালে একশত বার সন্ধ্যা একশতবার পড়ার কথা হাদিসে পেয়েছি।
তদুপরি প্রশ্নে উল্লেখিত আমলও আমলযোগ্য।