বিসমিল্লাহ রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
অতীত জীবনের জন্য শুরুতেই আল্লাহর কাছে তওবা করছি। হুজুর আজকে ফতোয়া বিভাগে খালওয়াতে সহীহা নিয়ে একটি প্রশ্ন দেখে আমারো একটি প্রশ্ন ছিলো।
২০২০ সালে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তাম। আমি গোপনে আমার সহপাঠীর সাথে মৌখিক বিয়ে করি।
বিবাহের পর আমাদের কখনো সহবাস করা হয়নি।
আমাদের কলেজের আমার ডিপার্টমেন্টের ভবনটি ৫ তলা। প্রথম ৪ তলায় ক্লাস হয়। আর ৫ তলায় কোনো ক্লাস হয়না এবং এটি পরিত্যক্ত।
একদিন আমি আর আমার স্বামী ৪র্থ তলা থেকে সেই ৫ম তলার সিড়িতে আসি। একতলা থেকে আরেকতলায় যাওয়ার সময় দুই সিড়ির মাঝখানে ৫ ম তলার ফাঁকা জায়গা থাকে সেখানে আমরা অবস্থান করি।
এসময় তিনি আমার পায়জামায় হাত ঢুকিয়ে আমার যৌনাঙ্গে ওনার আঙুল প্রবেশ করায় এবং আমার জামার ভেতরে হাত ঢুকিয়ে আমার বুকে স্পর্শ করে।
উক্ত স্থানে কেউ আসার সম্ভবনা কম। তবে কেউ চাইলে যেকোনো সময় আসতে পারবে। কোনো দরজা নেই।
এই ঘটনার মাসখানেক পর আমার স্বামীর বাইক দুর্ঘটনা হয় এবং ওনি মারা যায়।
বিয়ের সময় আমাকে ওনি বলেছিলো দেনমোহর দুই লক্ষ টাকা। ছেলের পরিবার দেনমোহর দিতে রাজি।
প্রশ্ন ১/ প্রশ্নোক্ত ক্ষেত্রে কি খালওয়াতে সহীহা হয়েছে?
প্রশ্ন ২/ আমি কি সম্পূর্ণ দেনমোহর পাবো?