আসসালামু আলাইকুম একটা মাদ্রাসা আছে সেখানে অনলাইনে অফলাইনে দুইভাবেই ফতোয়া দেয়া হয়।এবং এটি অফলাইন ভিত্তিক মাদ্রাসা তার কুন সন্দেহ নাই।তারা বলেছে একাধিক মুফতি মিলে গবেষনা করেই উত্তর দেন।কিন্তু অনলাইনে প্রশ্ন করলে তাদের ফতোয়া বিভাগে তারা একটু সময় নিয়ে উত্তর দেন।কিন্তু সেখানে মাদ্রাসার সিল থাকে না এবং মুফতি সাহেবদের সাইন থাকে না ওয়াটএপে প্রশ্ন জমা দিলে তারা কয়েকদিন পর ।pdf আকারে করে পাঠিয়ে দেওয়া হয়। এবং তাদের অনলাইনে যেই ফতোয়া সাইট আছে সেখানে তারা কেউ ফতোয়া নেওয়ার জন্য প্রশ্ন জিগাস করলে যেসব ফতোয়া দেয় সেখানে সাইন ও সিল থাকেনা।তবে তারা বলেছে যে অফলাইনে সাইন ও সিল সহ দেয়।সেইসব ফতোয়া বিভাগ থেকে কি ফতোয়া নেওয়া যাবে?