আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আস-সালা মুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমি প্রতিদিন বিকালে একটা কোচিং এ পড়ি। আর অন্য টাইমে পড়ার সুযোগ নেই। কোচিংয়ে থাকা অবস্থায় আসরের আজান দেয়। স্যার কে জানানোর পর স্যার বলছে যে ওয়াক্ত আরো আগে ( বর্তমানে ৩:০৮ এ হয় )। এইটা শাফেয়ী সময়। এইটা নির্দিষ্ট সময় না। দিন ছোট বড় হলে টাইমও চেঞ্জ হয়। এই শাফেয়ী সময়ে পড়ে আসতে। কারণ বাসায় আসতে আসতে মাগরিবের আজান হয়ে যায়। আমার মাযহাব সমন্ধে স্পষ্ট ধারনা নেই। কিন্তু হানাফী মাযহাব ভালো লাগে। আর আমার প্রায় অনেক কিছুই হানাফী মাযহাবের সাথে মিলে। তাই আমি চাচ্ছিলাম হানাফী মাযহাবের সময়েই নামাজ আদায় করতে। কিন্তু কোচিংয়ের কারণে সম্ভব হচ্ছে না। এখন একসাথে দুই মাযহাব মানা‌ যাবে?? স্যারের সাথে মাযহাব নিয়ে কথা বলতে গেলে উনি এড়িয়ে যায় শুনতে চায় না। কোচিং টাও ছাড়া সম্ভব হচ্ছে না। উনি কম টাকায় বেশি সাবজেক্ট আর ভালো পড়ায়। তাই বাসায় বলেও লাভ হচ্ছে না। এখন এর সমাধান কি?

২) ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে ওযু করে নামাজ পড়ার সময় শীতে কাঁপছিলাম। শীতের পোশাক পড়তে গেলে ওয়াক্ত শেষ হয়ে যেত। এর জন্য কি নামাজ মাকরুহ হয়ে যাবে?

1 Answer

0 votes
by (754,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরই মূলত আসরের ওয়াক্ত শুরু হয়।জোহরের ওয়াক্ত কখন শেষ হবে? এবং আসরের সূচনা কখন হবে? এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।ইমাম শা'ফেয়ী রাহ,ইমাম মালিক রাহ,ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ সহ ইমাম আবু ইউসুফ রাহ ও ইমাম মুহাম্মাদ রাহ এর মতে ছায়ায়ে আসলি ব্যতীত এক মিছিল পরিমাণ প্রত্যেক জিনিষের ছায়া হওয়ার পর জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়,এবং আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়।ইমাম আবু-হানিফা রাহ থেকেও এক অভিমত রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2312

ইমাম আবু হানিফা রাহ থেকে প্রসিদ্ধ মতানুযায়ী দুই মিছিলের পর জোহরের ওয়াক্ত শেষ হবে এবং আসরের ওয়াক্ত শুরু হবে।হানাফি মাযহাবে উভয় মাযহাবের উপর ফাতাওয়া রয়েছে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/705

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরনমতে হানাফি ব্যতিত অন্যান্য মাযহাবমতে বিকাল ৩:০৮ মিনিট তথা এক মিছিলে আসরের নামায পড়ে নিলে আদায় হয়ে যাবে। তবে উত্তম হল, সর্বদা দ্বিতীয় মিছিলে আসরের নামায আদায় করা। আপনার জন্য অন্য কোচিং বাচাই করা সম্ভব না হলে আপনি নামাযের জন্য সময় চেয়ে নিবেন। যদি নামাযের জন্য জায়গার ব্যবস্থা করা না যায়, এবং কোচিং সেন্টার কেও পরিবর্তন করা সম্ভবপর না হয়, তাহলে আপাতত ভিন্ন মাযহাব মতে আসরের নামায পড়ে নিতে পারবেন। 

(২) ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে ওযু করে নামাজ পড়ার সময় শীতে কাঁপছিলেন। শীতের পোশাক পড়তে গেলে ওয়াক্ত শেষ হয়ে যেত। এর জন্য নামাযে কোনো সমস্যা হবে না। অনিচ্ছাকৃত হওয়ার দরুণ মাকরুহও হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...