ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) তাদেরকে খুজে পাওয়া সম্ভব হলে, তাদের কাছ ক্ষমা চেয়ে নিবেন। খুজে পাওয়া সম্ভব না হলে, তাওবাহ করে তাদের নামে কিছু সদকাহ করে দেয়া উচিত ওউত্তম।
(২) তাদেরকে খুজে পাওয়া সম্ভব হলে, তাদের কাছ ক্ষমা চেয়ে নিবেন। খুজে পাওয়া সম্ভব না হলে, তাওবাহ করে তাদের নামে কিছু সদকাহ করে দিবেন।
(৩)
বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে যথা-
সাধারণত ১২ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয়।এবং ৯ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।
তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ/বালিগা হতে পারে-
ছেলেদের বালেগ হওয়ার আলামত,বীর্যপাত হওয়া চায় ঘুমন্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায়, এবং বীর্য এমন অবস্থায় গিয়ে পৌছা যে, উক্ত বীর্য দ্বারা গর্ভ ধারণ সম্ভব।
আর মেয়েদের বালিগ হওয়ার আলামত হল,স্বপ্নদোষ,হায়েয এবং গর্ভধারণের সক্ষমতা অর্জন করা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১২/১৩ বৎসরে প্রায় বালেগ। তাই নামায হয়েছে।