আসসালামু আ'লাইকুম।
১. এই প্রশ্নটি আমার মাথায় নিজে থেকে আসেনি, একজন নাস্তিকের কথা শুনে এসেছে।
সেটা হল,
"বাচ্চারা যারা নাবালক অবস্থায় মারা যায়, তাদেরকে তো টেস্ট না নিয়েই জান্নাত দিয়ে দেয়া হল, ফ্রিতে তারা পেয়ে গেল। হতে পারে মা-বাবার টেস্ট হচ্ছে, কিন্তু বাচ্চাটার তো টেস্ট দেয়া লাগেনি।
সেখানে আমাকে বালেগ হওয়ার সুযোগ দেয়া হয়েছে, তাই আমাকে জান্নাত অর্জন করে নিতে হচ্ছে, এটা কি আমার প্রতি বেইনসাফি না?"
এটা ছিল ওই নাস্তিকের প্রশ্ন। আমি কখনোই চাইবনা নাবালক অবস্থায় মারা যেতে, কিন্তু অনেকেই চায় যে তাদের যদি পরীক্ষা না দিতে হত!
আমার প্রশ্নটা হল, আল্লাহ তো ন্যায়বিচারক। তিনি মানুষের পরীক্ষার কঠিনতা সহজতা অনুযায়ী মানুষের উপরে দয়া করে জান্নাত জাহান্নাম দেন। নবীজি(সা.) এর পরীক্ষা কঠিন ছিল তাই তিনি জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবেন, তাইনা? আবার একজন হিন্দু যদি মুসলিম হয়, তার টেস্ট অবশ্যই আমার চেয়ে কঠিন, তাহলে আল্লাহ আমার চেয়ে তাকে বেশি প্রতিদান দিবেন তাইনা?
তাহলে একটা বাচ্চা যে কোনো টেস্টই দেয়নি, তার তো জান্নাতে গিয়ে কোনো বাড়তি প্রতিদান পাওয়া উচিত না, হোক তার বাবা মা টেস্ট দিয়েছে।
এটা কি এরকম সম্ভব, যে বাচ্চারা জান্নাতেও বাচ্চাই থাকবে আর তাদের জান্নাতের নিয়ামতগুলো অন্যদের মত করে উপভোগ করার অনুভূতি থাকবেনা বা নিয়ামত পাবেনা তাদের মত, যারা কঠিন পরীক্ষা দিয়ে জান্নাত পেয়েছে? অর্থাৎ ফেরেশতাদের মত হবে বাচ্চারা?
অথবা এমন সম্ভব, যে আল্লাহ জানেন যে বাচ্চাগুলো বালেগ হলেও কাজের মাধ্যমেই জান্নাতে যেত, তাই তারা মারা গেলেও জান্নাতে যাবে এবং উপভোগও করতে পারবে?
আল্লাহই ভালো জানেন, কিন্তু উপরের দুটি সম্ভাবনা থেকে কোনো একটা যদি আমি বিশ্বাস করি তাহলে কি আমার ঈমান থাকবে?