একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে যৌথভাবে যেখানে অনেকগুলো শেয়ার রয়েছে।বিল্ডিং নির্মাণ চলাকালীন অনেকেই তাদের শেয়ারের অংশ বিক্রি করতে চায়।তেমন একজন তার শেয়ারটি চালাতে না পারার কারণে বিক্রি করতে সম্মত হয়।অত:পর একজন মধ্যস্থতাকারী ক্রেতা খুজে আনল এবং বিক্রেতাকে বলল যে আপনি কি আপনার শেয়ার টি ৬ লাখ টাকায় বিক্রি করবেন? বিক্রেতা বল্ল যে হ্যা বিক্রি করব তবে আমার শেয়ার বাবদ ৬ লাখ এবং এ পর্যন্ত নির্মাণ খরচ বাবদ ৮ লাখ মোট ১৪ লাখের মধ্যে প্রথমে ৬ লাখ দিতে হবে আর বাকী টাকা একাধিক কিস্তিতে দিলেও হবে।বিক্রেতার সম্মতি নেয়ার পর মধ্যস্থতাকারী ব্যক্তি এবার ক্রেতাকে বলল যে আপনি এই শেয়ার টি ৮ লাখ টাকা এবং নির্মাণ খরচ বাবদ ৮ লাখ মোট ১৬ লাখ টাকায় নিবেন কিনা? ক্রেতা রাজী হল।এবার মধ্যস্থতাকারী ব্যক্তি বিক্রেতাকে ৩০/৪০ হাজার টাকা দিয়ে কনফার্ম করল।অর্থাৎ সে এটি তার জিম্মায় নিয়ে নিল।এখানে রেজিষ্ট্রি করতে গেলে টাকা,সময়,দলিল,খারিজ ইত্যাদির ঝামেলা থাকায় সে তার নামে রেজিষ্ট্রি করেনি।কন্তু মৌখিকভাবে সে কিনে নিল।অত:পর ক্রেতার নিকট থেকে টাকা নিয়ে ৬ লক্ষ টাকা বিক্রেতাকে পরিশোধ করে দিল এবং বিক্রেতার নিকট থেকে রেজিষ্ট্রি নিয়ে দিল।আর বাকী টাকা সে ২/৩ মাস সময় দিয়ে ক্রেতার কাছ থেকে নিয়ে কথা অনুযায়ী বিক্রেতাকে পরিশোধ করল।।অর্থাৎ সে এখানে ২ লাখ টাকা মুনাফা করল।প্রশ্ন হল এভাবে যে টাকাটা সে লাভ করল এটা হালা হল কিনা?আর যদি হালাল না হয় তাহলে এক্ষেত্রে হালাল পন্থা কি?
উল্ল্যেখ্য যে হয়ত বিক্রেতাকে যদি বলে যে ৬ লাখ টাকার উপরে যা আই বিক্রি করব তা আমার এভাবে বললে হয়ত বিক্রেতা বিক্রি করবে না।অথবা সে হয় ত এভাবে বলিতেও পারবে না।