আস-সালা মুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১) আমার মায়ের খালাতো ভাই, মানে আমার মামা হয়। যার বয়স আনুমানিক ২১-২২ বছর। তো মামার সাথে আমার একদম ছোট বেলায় দেখা হয়েছিল। আর এরপর শেষবার দেখা হয়েছে, উনি বিদেশ চলে যাবে তাই ভিসার কাজের জন্য আমাদের বাসায়। তাও এক থেকে দুই সেকেন্ডের জন্য মনে হয় উনি আমাকে দেখেছিল। এখন অনেক মাস হয়ে গেছে উনি সৌদি আরব চলে গেছে। এরপর উনাকে নিয়ে আমি কিছুই ভাবি নি। কিন্তু আমি এর মধ্যে অনেক দিনই উনাকে স্বপ্নে দেখেছি। তেমন কিছু মনে থাকে না,তবে উনি আমাকে পছন্দ করে বা ভালোবাসে এমন কিছু। কিন্তু উনি আমার দিকে ভালো করে তাকানও নি। আর আগেও দেখে নি। আর এই স্বপ্নগুলো যে রাতগুলোতে দেখেছি তার মধ্যে দু-একটি রাতের কথা মনে আছে, সেই রাতে আমি আয়াতুল কুরসি, তিন কুল, দরূদ, কালিমাসহ ঘুমানোর দোয়া পড়ে ডান কাধ হয়ে ওযু করে ঘুমিয়ে ছিলাম। তবুও এরকম স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা কি??
২) নামাজের জায়গার আশেপাশে টেবিল,ক্রিম, লোশন বা চুলের তেলের বোতলে যদি কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকলে কি নামাজ মাকরুহ হয়ে যাবে???