আসসালামুআলাইকুম শায়েখ
অনলাইনের পরিচিত ও বিশ্বস্ত আপু। আমার বিয়ের জন্য ওনার স্বামীর মাধ্যমে পাত্র দেখতে চান।আমারও উপকার হয় যেহেতু উনি আমার পরিচিত ও বিশ্বস্ত।কিন্তু ওনার স্বামী আমাদের দেখা সাক্ষাৎ না হওয়ায় এই বিষয়ে আপত্তি প্রকাশ করেন।তাই আপু আমাকে বলেছেন আমার ছবি দিতে শুধু তিনি দেখবেন এবং স্বামীকে বলতে পারবেন আমাকে দেখেছেন।ছবি দেখার পর ডিলিট করে দিবেন।আপুর কাছে ছবি দেওয়া কি ঠিক হবে?