আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার প্রতিমাসে ৭ দিন লাল রঙের হায়েজ হয়।এই ৭ দিনের পরে থেকে ১২তম দিন/১৪তম দিন পর্যন্ত খুবই নগন্য পরিমাণে হালকা হলুদ রঙের স্রাব আসে।পুরোপুরি সাদা স্রাব ১৫তম দিন বা তার দুই -এক দিন আগে পরে দেখা যায়।
১.এমতাবস্থায় আমি যদি পূর্বের মাসের অভ্যাস অনুযায়ী ৮ দিন হায়েজ ধরে ফরজ গোসল করে আসি,এরপরে যোহর পরি,, এরপরে আবার আসরের ওয়াক্তে মেটে রঙের হায়েজ দেখি..তখন কি এই অবস্থাতেই আবার ওযু করে এসে নামাজ পড়বো?নাকি নামাজ পড়তে হবেনা??
২.এরপর আবার মাগরিবের ওয়াক্তে প্রস্রাবের রাস্তায় কোনো হায়েজ ছিল না ।তখন কি আবার গোসল ফরজ হবে?ইস্তিহাযা অবস্থায় ফরজ গোসল কয়বার করতে হয়?
৩.এই অবস্থায় সহবাস করা জায়েজ? নাকি ১০ দিন অবধি অপেক্ষা করতে হবে?
আসলে এই হায়েজ-ইস্তিহাযা বিষয় নিয়ে দিশেহারা অবস্থা! অনুগ্রহ করে সঠিকটা জানানোর অনুরোধ..