আসসালামু আলাইকুম।আমার আশেপাশে দারুল ইফতা নেই তাই আবার প্রশ্ন করলাম ।আমি গত কাল তালাকে তাফবিজ নিয় প্রশ্ন করলে আমাকে উত্তর দেয়া হয় কিন্তু আমি তখন সব বিস্তারিত না বলায় ফতোয়া পরিবার্তন হবে কিনা এই আশংকা থেকে বিস্তারিত বলে প্রশ্ন করছি দয়া করে উত্তর দিবেন শেষবারের মতো।এই বিষয়ে আর কখন প্রশ্ন করব না।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম হুজুর,
বিনীত নিবেদন এই যে, তালাকে তাফবীয সংক্রান্ত একটি জটিল মাসআলার সঠিক শরঈ ব্যাখ্যার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি।
ঘটনার বিবরণ:
১। আমার স্বামীকে জিগাস করেছিলাম কাবিন নামায় তালাকে তাফবিজের অনুমতি দিয়েছিল কিনা।সে বলে তাফবিজ আবার কি।আমি তাকে তাফবিজ বিষয়টা বুজিয়ে বলি।পরে সে আমাকে বলেছিল***:;মন চাইলে তালাক দিয়া যাইস গা,ভাল না লাগলে তালাক দিয়া যাইস গা**
এই কথার সময় তিনি কোনো নির্দিষ্ট সময় (যেমন: সারাজীবন, ভবিষ্যতে যেকোনো সময় ইত্যাদি) উল্লেখ করেননি।
২। উক্ত কথা শোনার পর আমি তাকে একাধিকবার অনুরোধ করেছি যেন তিনি এই অনুমতি ফেরত নেন।
কিন্তু তিনি প্রতিবারই বলেছেন:
ফেরত নেওয়ার প্রয়োজন নাই, আমি ফেরত নিব না।(কারন আমি মন করেছিলাম অনুমতি দিলে সে ফেরত নিলাম বল্লে হয়তো শেষ হয়ে যাবে)
৩। পরবর্তীতে আমি তাকে অনুরোধ করি যেন তিনি আমাকে এক তালাকের অনুমতি দেন।
এর জবাবে তিনি বলেন যে, তিনি তিন তালাকের অনুমতি দিলাম বা দিয়ে দিলাম।( ৩টার অনুমতি দিলাম বল্ল নাকি দিয়ে দিলাম বল্ল মনে নাই)
এ ক্ষেত্রেও তিনি মুখ দিয়ে উচ্চারন করে কোনো সময়সীমা উল্লেখ করেননি।
৪। এরপরেও আমি আবার বারবার অনুরোধ করেছি যেন তিনি এই অনুমতি ফেরত নেন, কিন্তু তিনি বারবার বলেন কুন প্রয়োজন নাই। আমি ফেরত নিব না।পরে আমার অনেক জোরাজুরিতে সে বল ওকে অনুমতি ফেরত নিয়ে নিলাম।
জানার বিষয়:
ক। যেহেতু তালাকের ক্ষমতা দেওয়ার সময় কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি,
তাই এই তাফবীয কি শুধু মজলিশ (একই কথোপকথন/বৈঠক) পর্যন্ত সীমাবদ্ধ,
না কি এটি সারাজীবনের জন্য প্রযোজ্য?।
খ।আমি এইসব কথা বলার ৪দিন পর তালাক গ্রহন করেছিলাম।আমার কি তালাক পতিত হয়ে গেছে?
***একজন ব্যাক্তি আমাকে জানিয়েছেন ৩তালাকের অনুমতি দিলাম বললে নাকি মজলিশ পর্যন্ত আর ৩তালাকের অনুমতি দিয়ে দিলাম বললে নাকি সারাজীবন জিবনের জন্য থাকেব।এই কথাটা কথাটা কতটুকু সঠিক?দিলাম আর দিয়ে দিলাম দুটা কথার হুকুম কি একই থাকবে?
হানাফি মাজহাব অনুযায়ী বিস্তারিত ও সুস্পষ্ট শরঈ ফতোয়া প্রদান করলে কৃতজ্ঞ থাকব।