আসসালামুআলাইকুম। আমি আর আমার স্বামী নতুন একটা বাসায় থাকি। আমার আর আমার স্বামীর মধ্যে অনেক ঝগড়া হয়।তখন উনি আমাকে বলে ভাই তুমি তোমার বাপের বাড়িতে যাও গিয়া আমি আমার বাড়িতে যাই গিয়া।এরপরে মন চাইলে আসবো না চাইলে আমি আমার মায়ের কাছেই থাকবো।
বাপের বাড়িতে যাও গিয়া আমার স্বামী আমাকে এই কথা দুইবার বলেছে। এটাও বলেছে থাকবো না আমি তোর সাথে
তার এই কথায় তালাক হয়েছে কি??