আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. আমি দীর্ঘদিন ধরে একই ধরনের স্বপ্ন দেখি । যেমন মাহারাম বা নন মাহারাম যে কোনো কারো সামনেই। এমনকি রাস্তায় চলতেও অটো-সাটো পোশাক পড়ে আছি,, ওড়না ছাড়া আছি বা একদম খালি গায়ে আছি। পরিবারের অনেক পুরুষ সদস্য আমাকে দেখছে, আবার পরিচয় পরিচিত জনেরাও দেখছে। এতে আমার খুবই অস্বস্থি হচ্ছে,কষ্ট হচ্ছে। কিন্তু আমার গায়ে এত্তো ছোট পোশাক বা এক্কেবারে খালি গাঁ কিভাবে হয়েছে জানিনা । এই স্বপ্নের ব্যাখ্যা কি?
২. আমার বাবা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। একটা সময় অভাবের জন্য এবং আমার দাদার ঋণের কারণে আমাদের পারিবারিক অবস্থা খুব সংকটপন্ন হয়ে পড়ে তখন আমার বাবা খুব ছোট বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন তারপর তিনি অনেক কষ্টে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান এবং প্রায় সকল ভাই-বোনদের শিক্ষিত করে তোলেন। এরপর আমার চাচাদের চাকরি দেন, তাদের বিয়ে দেন এবং বাড়ির করার জন্য শহরে জমি কিনে দেন। বড় চাচা কে গ্রামের রাইস মিল দিয়ে দেন। আমার দাদার থেকে পাওয়া গ্রামের বাড়ির জমিও আব্বু তার ভাইদের লিখে দেন। আমার বাবা একবার একটা জমি কিনে চার ভাইয়ের নামে দিতে চাইলে আমার বড় চাচা কৌশলে সেটা শুধু নিজের নামে লিখে নেন। আমার আম্মুর বিয়ের সময় নানা বাসায় থেকে দুই বিঘা মত জমি আম্মুকে দিয়েছিল সেই জমি আমার এক চাচা 26-27 বছর ভোগ করেছে। কিন্তু তারা কেউ আমাদেরকে দেখে না, আমাদের সাথে ভালো আচরণ করে না। বলতে গেলে সব সময় সুযোগই থাকে কিভাবে আমার বাবার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। আমার প্রশ্ন হল আমরা দুই বোন। তাই আমার আব্বুর বাকি ৮ ভাই বোন(আব্বুরা চার ভাই এবং পাঁচ বোন তার মধ্যে এক ভাই মারা গিয়েছেন) আমাদের সম্পত্তির ভাগ চাই সব সময়। আমার বাবার সম্পত্তির ভাগ কি তারা পাবে? পেলে কতটুকু পাবে?
৩. বিয়ের সময় ঘটক কিংবা পাত্রপক্ষকে ছবি দেয়ার জন্য বাবা-মা জোড়াজুড়ি করলে কি করণীয়? পাত্রী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ়ভাবে না করে দেয় কিংবা বাবা-মার কথার অবাধ্য হয় সেক্ষেত্রে করণীয় কী? যদি নন-মাহরামের সামনে পাত্রীর পর্দা ছুটার সম্ভাবনা থাকে। মা যদি এমন বলে যে -"আমি তোর পা ধরি,তবুও ছবি দে" বা "তোর কোন পাপ হলে ঐ পাপ আমি নিয়ে নিব" - এক্ষেত্রে করণীয় কি?
আল্লাহকে সন্তুষ্টির করার জন্য বাবা-মার এমন আচরণে কি তাদের বিরুদ্ধাচরণ/ তাদেরকে অসন্তুষ্ট করা যাবে?