আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমার মামার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। কিছুদিন আগে একদিন তার সাথে পার্কে ঝগড়া হওয়ার পর আমি বলেছিলাম,
" আর যদি তুমি কখনো নিজ ইচ্ছায় তোমার মাথার চুল ছিড়ো, তাহলে আমাদের সম্পর্ক শেষ। তালাক হবে তোমার উপর।" হুবহু এভাবে কথাটি বলেছিলাম বিয়ের আগে।
প্রশ্ন ১: এখন কি বিয়ে হলে সত্যি তালাক হবে?
প্রশ্ন ২: যদি আমি নিজে বিয়ে না করে, আমার হয়ে তৃতীয় কারো মাধ্যমে প্রস্তাব দিয়ে বিয়ে করি, তাহলে কি এই বিয়ের পর তালাক হওয়া এড়ানো যাবে?
যেমন আমার পক্ষ থেকে কেউ দুজন স্বাক্ষীর উপস্থিতিতে মেয়েকে বলে অমুকের সাথে ১ লক্ষ টাকা মোহরে আপনার বিয়ের প্রস্তাব দিলাম। তারপর মেয়ে কবুল বলল। তারপর তারা আমার কাছে এসে বললো অমুক মেয়ের সাথে আপনার বিয়ে ১ লক্ষ টাকা দেনমোহর এ দিয়েছি। আপনি রাজি থাকলে মোহরের টাকা দিন। তারপর আমি মুখে কিছু না বলে তাদেরকে এক লক্ষ টাকা দিয়ে দিলাম। তারপর তারা এই টাকা মেয়ের কাছে দিয়ে বলবে, এই নিন আপনার আপনার স্বামী থেকে দেওয়া আপনার মোহর।
প্রশ্ন ৩: একই বাড়িতে পাএ পাএী দুজনকে আলাদা রুমে রেখে এভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে কি বিবাহ দেওয়া যাবে?