আমি স্বপ্নে কেউ যেনো না চিনতে পারে নিজেকে লুকাতে কোনোভাবে হুট করে এমন একটা ঘরে ঢুকলাম যেই ঘর ছিল মাটির একদম গরীবি যে কেউ সেই ঘুরে ডুকবে বেরোবে,ঢুকে আমি তেমন আসবাবদেখিনি,দেখলাম বৃদ্ধ স্বামী তার বৃদ্ধা স্ত্রীর দুই রানের মাঝে সুয়ে আছে আমি তাদেরকে হঠাৎ এইভাবে দেখে অবাক হলাম এবং আমি যে এই খানে আছি তারা যেনো কাউকে না বলেন ইশারা করে চুপ থাকতে বললাম, ওনারা তাই করলেন এবং ২ জনার শরীরই খুবই অসুস্থ জীর্ণ একদম অসুস্তে কালো হয়ে যাচ্ছে শরীর,এতই শরীর অসুস্থ যে ওনারা আমাকে দেখেও কথা বলতে পারছিলেন না, নিজেরা কিছুই করতে পারেন না,অমনি সেই ঘরে একজন ভালো সাদা পাঞ্জাবি পরে এক লোক এলেন জিনি এসেই ওনাদের ওষুধ খাওয়ালেন যত্ন নিচ্ছিলেন তখনই আমার মনে এমন হলো যে এই জন্যই এই ভাবে এই ঘরে আমাকে আল্লাহই নিয়ে এসেছেন যাতে আমি এই ভদ্র লোক যখন থাকবেন না আমি পরবর্তী তে এই অসুস্থ স্বামী স্ত্রীর সেবা ও দেখাশোনা করি এনাদের একা না ছেড়ে দি এই অবস্থায়।ওই ভদ্র লোক আমাকে খেয়াল করেননি অথচ আমি ওনার পিছনেই দাঁড়িয়ে ছিলাম