আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (18 points)
আসসালামুয়ালাইকুম। উস্তাদ প্রথমে নিচের দেওয়া লেখাটি কষ্ট করে পড়ার অনুরোধ রইল এর নিচে আমার প্রশ্নটি আছে।

"" ইন্সটাগ্রাম বেচা-কেনা বা Buy-Sell অবৈধ নাহ। চ্যাট জিপিটি অবৈধ বলেছে কারণ টার্ম অফ ইউসে বলা আছে এটা বাই সেল করা নিষিদ্ধ। কিন্তু চ্যাট জিপিটি হাকিকত বুঝে নাহ তাহকিক বুঝে নাহ! একটা রোবট মাত্র চ্যাট জিপিটি! আর কিছু নাহ। যাই হোক আমি এ বিষয়ে তাও গত ১০ দিন পর্যন্ত সময় দিয়ে রিসার্চ করি। ১টা প্রশ্ন বানাই!
প্রশ্ন  ইন্সটাগ্রাম বাই সেল করা হারাম নাকি হালাল?
Terms of Use থেকে। যে তারা বলেছে

-You can't sell, license, or purchase any account or data obtained from us or our Service. (তুমি কোনো Instagram একাউন্ট বিক্রি করতে পারবে না।)

This includes attempts to buy, sell, or transfer any aspect of your account (including your username). তুমি যদি নিজের একাউন্ট বা ইউজারনেম বিক্রি, কিনে নেওয়া বা অন্যকে দেওয়ার চেষ্টা করো — সেটাও নিষিদ্ধ।

কিন্ত অনেকজনের যুক্তি: মাইক্রোসফট এর কথা, ওরা ওদের উইন্ডোজ প্রিমিয়াম করেই সেল করে। কিন্তু কেউই কিনি না উইন্ডোজ এক কথায়। ওরাও জানে ওদের উইন্ডোজ সবাই পাইরেসি করে ব্যবহার করছে তবুও ব্লক করে দেয় না কারণ ওরা চায় সবাই ওদের প্রোডাক্ট ব্যবহার করুক। তেমন ভাবে ইনস্টাগ্রাম বা মেটাও জানে মানুষ এভাবে বাই/সেল করে একাউন্ট তবুও কিছুই করে না কারণ দিন শেষে ওরাও চায় ওদের সোশাল মিডিয়াতে অডিয়েন্স বা ইউজার রা বাড়ুক। এতে তাদের লাভ! তাই তারা কোনো পদক্ষেপ ও নেয় নাহ নাহলে Sebuda, Social Tradia, Social Swap এর মতো এতো বড় বড় ওয়েবসাইট প্রোফেশনালি শুধুমাত্র বাই সেলের কমিশনের মাধ্যমে কোটি টাকা ইনকাম করতে পারতো নাহ নিশ্চয়ই তারা এইসব ওয়েবসাইটে বিরুদ্ধে কম্পলেইন করতো এই যোগ্যতা মেটার আছে।

✅প্রশ্ন করার ১০দিন পর মুফতি আমীর হোসাইন সাহেব যিনি "মুসলিম বাংলা" এপের পরিচালনার দায়িত্বরত আছেন, তিনি হাকিকতের বিষয় যাছাই বাছাই করে উত্তর প্রদান করেন যে, এ কাজ চলমান রাখতে পারবো এতে এখনও উনারা কোনো নাজায়েজ এর কিছু দেখেন নি, হালাল ভাবে গ্রো করে সেল করতে পারবো।

আমি নিজেও শুনে অনেক খুশী হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম এতোটা ও কঠিন না যতটা আমরা বানিয়ে ফেলি। ""

প্রশ্ন: উস্তাদ সম্প্রতি ফেসবুকে এক আইটি প্লাটফর্ম ইন্সটাগ্রাম মার্কেটিং কোর্স লঞ্চ করেছে যেখানে ইন্সটাগ্রাম আইডি বিক্রি করে ইনকাম করার সুযোগ আছে এবং এই প্ল্যাটফর্মের এক বোনের কথাগুলো উপরে পড়েছেন।তারা দাবি করছে হালাল ভাবে আইডি গ্ৰো করে বিক্রি করলে ইনকাম হালাল হবে যুক্তি হিসেবে মাইক্রোসফটের কথা বলছেন।আমরা জানি আইডি হালালভাবে গ্ৰো করে বিক্রি করলেও ইনকাম হালাল হবে না যেহেতু অথোরিটির অনুমতি নেই বিক্রি করার। তাদের এই যুক্তি কি সঠিক?মুফতি আমীর হোসাইন যা বলছেন সেই অনুযায়ী ইনকাম করলে কি ইনকাম হালাল হবে? কেউ বলছে হারাম কেউ বলছে হালাল কোনটা সঠিক এটা নিয়েই দ্বিধা দ্বন্দ্বে আছি দয়া করে বিষয়টি নিয়ে ক্লিয়ার উত্তর পেলে আমি সহ আরো অনেক বোনেরা উপকৃত হবো ইনশাআল্লাহ।

আজকাল অনলাইনে ইনকাম করা সহজ,সেটা হোক ফ্রিল্যান্সিং বা অন্যকোন মাধ্যমে। কিন্তু হালাল হারাম বেছে ইনকাম করাটা কঠিন এবং খুব কম মানুষই হারাম হারামের তোয়াক্কা করে তাই আমরা যারা হালালভাবে ইনকাম করতে চাই তাদের প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে ফেলতে হয় নাহলে ভয় হয় হারামে জড়িয়ে যাওয়ার। এজন্য এই টপিকে আবার প্রশ্ন করা বেয়াদবি হলে মাফ করবেন উস্তাদ এবং আমার জন্য দুআ করবেন যেন হালালের উপর থাকতে পারি।

1 Answer

0 votes
by (750,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নু'মান ইবনে বশির বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি-
عن عامر، قال: سمعت النعمان بن بشير، يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "الحلال بين، والحرام بين، وبينهما مشبهات لا يعلمها كثير من الناس، فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات: كراع يرعى حول الحمى، يوشك أن يواقعه، ألا وإن لكل ملك حمى، ألا إن حمى الله في أرضه محارمه، ألا وإن في الجسد مضغة: إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب "
রাসূলুল্লাহ সাঃ বলেন,(কোনো জিনিষ)হালাল (হওয়া)পরিস্কার।(এবং কোনো জিনিষ) হারাম(হওয়া) ও পরিস্কার। হ্যা এ দুয়ের মধ্যে কিছু বিধান রয়েছে সাদৃশ্যপূর্ণ। যার সম্পর্কে অধিকাংশ মানুষই জানেনা।যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিষ থেকে বেঁছে থাকল, সে যেন তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে নিল। আর যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিষে পতিত হল, সে যেন হারামে পতিত হল। যেমন রাখাল ক্ষেতের দেয়াল ঘেষে পশু চড়ালো।এখানে সম্ভাবনা রয়েছে যে, পশু ক্ষেতে নেমে যাবে। 
জেনে রাখ! প্রত্যেক বাদশারই একটি সীমান্তরেখা রয়েছে।এবং আল্লাহ যমীনে তার সীমারেখা হল,তার হারাম বিধি-বিধান।জেনে রাখ! শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে। যখন সেই মাংসপিণ্ড ভাল থাকে তখন সারা শরীর-ই ভাল থাকে।আর যখন সেই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায়,তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। সেই বস্তু হল,ক্বলব বা অন্তর।(সহীহ বুখারী-৫২)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
টেলিগ্রামের বিষয়টি ইজতেহাদ মূলক।তাই একেক মুফতি সাহেব একেক দিক উল্লেখ করে ফাতাওয়া দিবেন। হুকুম বা বিধানে তারতম্য আসতে পারে। ইউন্ডোজের মত টেলিগ্রাম কর্তৃপক্ষও ক্রয় বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার পরও যেহেতু বিক্রি বন্ধ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই এই দৃষ্টিকোণে জায়েয হলেও যেহেতু ইউন্ডোজের মত টেলিগ্রাম ততটা জরুরী না, তাই এই ক্রয় বিক্রয় ইনকাম থেকে বেচে থাকাই উত্তম। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...