যে ঘরে আয়াতুল কুরসি, কালিমায়ে তায়্যেবা বা আল্লাহর ৯৯ নাম লেখা থাকে, সে ঘরের কোনো ক্ষতি হয় না; এই বিশ্বাস থেকে এগুলো লিখে ঘরে টানিয়ে রাখা ঈমান ও আকিদার দৃষ্টিতে কেমন? যতক্ষণ টানানো না হচ্ছে, ততক্ষণ অনিশ্চয়তা, শঙ্কা অনুভব করা আর টানানো মাত্রই নিশ্চিন্ত হয়ে যাওয়া; এটা কি আল্লাহর উপর নির্ভরতার চেয়ে এই লেখাগুলোর উপর বেশি নির্ভরতা বুঝাচ্ছে?