আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
8 views
in সালাত(Prayer) by (2 points)
আসসালামু আলাইকুম।
বাদ জুমা চার রাকাত সুন্নাত পড়তে হয়।আমি এর আগে ইউটিউব এ দেখেছিলাম যে বাদ জুমা মসজিদে পড়লে ৪ রাকাত সুন্নাত।
আর বাড়ি গিয়ে পড়লে ২ রাকাত পড়তে হবে।

এটা কি সঠিক।

নাকি বাড়ি গিয়েও ৪ রাকাত পড়তে হবে?
বিস্তারিত জানতে চাই।
ধন্যবাদ

1 Answer

0 votes
ago by (741,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺃَﻧَّﻪُ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ - ﻗَﺎﻝَ «ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﺼَﻠِّﻴًﺎ ﺑَﻌْﺪَ اﻟْﺠُﻤُﻌَﺔِ ﻓَﻠْﻴُﺼَﻞِّ ﺃَﺭْﺑَﻌًﺎ» ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﺯَﻳْﻠَﻌِﻲٌّ. ﺯَاﺩَ ﻓِﻲ اﻹِْﻣْﺪَاﺩِ: ﻭَﻟِﻘَﻮْﻟِﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ - «ﺇﺫَا ﺻَﻠَّﻴْﺘُﻢْ ﺑَﻌْﺪَ اﻟْﺠُﻤُﻌَﺔِ ﻓَﺼَﻠُّﻮا ﺃَﺭْﺑَﻌًﺎ، ﻓَﺈِﻥْ ﻋَﺠَّﻞَ ﺑِﻚ ﺷَﻲْءٌ ﻓَﺼَﻞِّ ﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﻓِﻲ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﻭَﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﺇﺫَا ﺭَﺟَﻌْﺖ» ﺭَﻭَاﻩُ اﻟْﺠَﻤَﺎﻋَﺔُ ﺇﻻَّ اﻟْﺒُﺨَﺎﺭِﻱَّ.
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি জুমুআহ এর নামাযের পর সুন্নাত পড়বে সে যেন চার রাকাত পড়ে।
ইমাস মুসলিম-ইমাম যায়লায়ী রাহ উক্ত হাদিসকে বর্ণনা করেছেন।
ইমাদাদুল ফাত্তাহ কিতাবে উল্লেখ করা হয় যে,জুমুআহ এর পরে চার রাকাত এজন্য যে,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যখন তোমরা জুমুআহ এর পরে নামায পড়বে তখন তোমরা চার রাকাত পড়বে।যদি তারাহুরা থাকে তাহলে মসজিদে দু-রাকাত পড়বে এবং ঘরে ফিরে এসে আরো দু-রাকাত পড়বে।(বুখারী ব্যতীত প্রায় সকল মুহাদ্দিস উক্ত হাদীস বর্ণনা করেন)
রদ্দুল মুহতার-২/১৩

হাকীমুল উম্মাত থানভী রাহ বলেনঃ
জুম্মার পূর্বে চার রাকাত সুন্নাত।এবং পরেও চার রাকাত সুন্নাত।(ইমদাদুল ফাতাওয়া-১/৫৩৪;)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4666

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাদ জুমা চার রাকাত নামায সুন্নত। বাড়ি গিয়ে পড়লেও ৪ রাকাতই সুন্নত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 112 views
...