ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারীকন্ঠ যদিও সতরের অন্তর্ভূক্ত নয়, তবে ফিতনার আশংকার দরুণ পর-পুরুষের সামনে নারীদের কন্ঠও পর্দার অন্তর্ভূক্ত। সুতরাং বিনা প্রয়োজনে নারীরা পর-পুরুষের সামনে তাদের কন্ঠকে প্রকাশ করতে পারবে না। ভয়েস চেঞ্জার দ্বারা নারী কন্ঠকে পুরুষ কন্ঠে রূপান্তরিত করা বিষয়টা ব্যখ্যা সাপেক্ষ্য। ভালো নিয়তে হলে হয়তো রুখসত দেয়া যেতে পারে। তবে ধোকা দেওয়ার উদ্দেশ্যে হলে এভাবে ভয়েস চেঞ্জ করা কখনো জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1058
التفسير المظهرى ـ (1 / 1311):
"(مسألة) قال فى النوازل: نغمة المرأة عورة، ولهذا قال عليه السلام: التسبيح للرجال والتصفيق للنساء، قال ابن الهمام: وعلى هذا لو قيل: إن المرأة إذا جهرت بالقراءة فى الصلاة فسدت كان متجهًا"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ন্যাচারাল ভিডিওতে Ai Voice এড করতে পারবেন।
(২) ন্যাচারাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কুরআন তিলাওয়াত ইউজ করা যাবে।
(৩) ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইসলামিক লেকচার, ইংলিশ ইসলামিক লেকচার এড করা যাবে।
(৪) নাশীদে দফ বাজানো হচ্ছে কি না? সাউন্ড এনালিস্টদের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে।
(৫) ai থেকে ন্যাচারাল সাউন্ড বানিয়ে ভিডিও তে ইউজ করতে পারবেন। যেমন পাখির ডাক, পানির সাউন্ড বা বাতাস। তবে নারীকণ্ঠ বা মিউজিক ইত্যাদি থাকতে পারবে না।