আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (71 points)
ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী বলেন তুমি কি চাও,আমি বলি আমি আর সংসার করবো না,তিনি বলে ঠিক আছে---এতে কি তালাক হয়ে গেসে?

শরীয়ত মোতাবেক এক তালাক অথবা দুই তালাক পরলে বিয়ে দোহরানোর নিয়ম কি?আবার কাজী অফিসে গিয়ে সামনে বলতে হবে?

যারা বিচ্ছেদের জাদু করে তাদের উপর কিরকম লানত দেয়া বৈধ?আর যারা স্বামীর কানে কুমন্ত্রণা দিয়ে সংসারে অশান্তি করে তাদের জন্য কিভাবে বদদুআ করা যাবে?

1 Answer

0 votes
by (741,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক আবেদনে পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে তাহলে তালাক হবে না। যেমন, স্ত্রী তার স্বামীকে বলল, আমাকে তালাক দাও, এর পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে, তাহলে এদ্বারা তালাক হবে না।

مأخَذُ الفَتوی
لما في الفتاوي الهندية:
"امرأة قالت لزوجها تريد أن أطلق نفسي فقال الزوج نعم فقالت المرأة طلقت إن كان الزوج نوى تفويض الطلاق إليها تطلق واحدة وإن عنى بذلك طلقي نفسك إن استطعت لا تطلق."(کتاب الطلاق،الباب الثالث في تفويض الطلاق،الفصل الثالث،ج:1،ص:402،ط:دار الفکر)

وفي ردالمحتارمع الدر:
"(كنايته) عند الفقهاء (ما لم يوضع له) أي الطلاق (واحتمله) وغيره (ف) الكنايات (لا تطلق بها) قضاء (إلا بنية أو دلالة الحال) وهي حالة مذاكرة الطلاق أو الغضب."(کتاب الطلاق، باب الکنایات، ج: 3، ص: 296، ط: سعید)

وفي غمز عيون البصائر في شرح الأشباه والنظائر:
"ولو قالت: طلقني فقال: نعم. لا، وإن نوى.
قوله: قالت له أنا طالق فقال: نعم إلخ. الفرق بين المسألتين أن معنى نعم بعد قولها أنا طالق نعم أنت طالق ومعناها بعد قولها طلقني نعم أطلقك فيكون وعدا بالطلاق لأنها لتقرير ما قبلها."( الفن الأول قول في القواعد الكلية، النوع الثاني من القواعد، القاعدة الحادية عشرة السؤال معاد في الجواب، ١ / ٤٣٦، ط: دار الكتب العلمية)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2019

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী বলেন তুমি কি চাও,আমি বলি আমি আর সংসার করবো না,তিনি বলে ঠিক আছে।
উক্ত কথোপকথন দ্বারা তালাক হবে না।

শরীয়ত মোতাবেক এক তালাক অথবা দুই তালাক রেজয়ী হলে রাজআত করে নিলেই হবে।বিবাহকে দোহড়াতে হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579

যারা বিচ্ছেদের জাদু করে তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার চাওয়া যাবে। আর যারা স্বামীর কানে কুমন্ত্রণা দিয়ে সংসারে অশান্তি করে তাদের জন্য আল্লাহর কাছে উপযুক্ত শাস্তি চাওয়া যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...