আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
13 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ ।আমার প্রশ্ন হচ্ছে যে একজন মেয়ে ১৩বছর বয়সে প্রথম রক্ত স্রাব তিনদিনের কম দেখেন, এরপর ছমাস পর দেখতে পান সম্ভবত দশদিনের কমে বন্ধ হয়। কিছু মাস রেগুলার হয় এরপর থেকে দশদিনের বেশি জারি থাকে।ডাক্তারের ওষুধ খেলে প্রতিমাস দশদিন এর কম বন্ধ হয়,তবে এর কোন ওষুধ না খেলে চলতেই থাকে স্বাব। বর্তমান ইস্তেহাযার আগে কিছু মাস রেগুলার স্বাব হয়েছিল এবং আনুমানিক ৬/৭ দিন পর বন্ধ হয়। শিউর কোন দিন তারিখ তার স্মরণ নেই । সুতরাং মুহতারাম হুজুর, কতদিন অভ্যাস হিসেবে ধরবে?মেয়ের বয়স এখন ২৮।আরো একটি প্রশ্ন হল, অযু অবস্থায় বেশি ঘামাচি ফোটালে, অযু নষ্ট হয়ে যায় ?

1 Answer

0 votes
by (741,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬) তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি নিকটবর্তী গত মাসে যতদিন হায়েয হয়েছিলো, ততদিন হায়েয গণনা করবে। এবং মাসের অতিরিক্ত দিন সমূহকে ইস্তেহাযা গণনা করবেন। 

"الدر المختار " (1/ 286):
" ومن نسيت عادتها وتسمى المحيرة والمضلة؛ وإضلالها إما بعدد أو بمكان أو بهما، كما بسط في البحر والحاوي وحاصله أنها تتحرى، ومتى ترددت بين حيض ودخول فيه وطهر تتوضأ لكل صلاة، وإن بينهما والدخول فيه تغتسل لكل صلاة".

"المغني لابن قدامة" (1/ 233):
"مسألة: قال: (فإن كانت لها أيام أنسيتها، فإنها تقعد ستا أو سبعا في كل شهر) هذه من القسم الرابع من أقسام المستحاضة، وهي من لا عادة لها ولا تمييز وهذا القسم نوعان: أحدهما الناسية، ولها ثلاثة أحوال: أحدها، أن تكون ناسية لوقتها وعددها وهذه يسميها الفقهاء المتحيرة.
والثانية، أن تنسى عددها، وتذكر وقتها. والثالثة، أن تذكر عددها، وتنسى وقتها.
فالناسية لهما، هي التي ذكر الخرقي حكمها، وأنها تجلس في كل شهر ستة أيام أو سبعة، يكون ذلك حيضها، ثم تغتسل، وهي فيما بعد ذلك مستحاضة، تصوم وتصلي وتطوف"


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ। মুহতারাম, প্রতিবারই যদি এমন হয় যে সে নিশ্চিত বুঝতে পারে এবারেও দশদিনের বেশি হায়েয হবে প্রকৃত এমনই হয়ে থাকে সবসময়, তখন কি তার অভ্যাসের দিন আনুমানিক ৬/৭দিন বাদ দিয়ে বাকিদিনগুলোতে নামাজ পড়তে পারবে যদিও স্রাব চলতে থাকে দশদিনের ভিতর? অনুগ্রহ পূর্বক উত্তর দিলে খুব কৃতজ্ঞ হই। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...