বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি
(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/220
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহর যাই নির্ধারণ করা হোক না কেন, সহবাস বা খালওয়াতে সহিহার পর স্ত্রী সম্পূর্ণ মহরের মালিক হয়ে যায়। আর সহবাসের পূর্বে বা খালওয়াতে সহীহার পূর্বে অর্ধেকের মালিক হবে। এক্ষেত্রে তালাক হোক বা না হোক, সর্বাবস্থায় স্ত্রী মহরের মালিক থাকবে।মহরের একচ্ছত্র মালিকানা স্ত্রীর। হ্যা, স্ত্রী তালাক চাইলে স্বামীর মহর মাফের প্রস্তাব দিতে পারবে। স্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করলে তখন মহরের বিনিময়ে তালাক বা খুলা তালাক হিসেবে বিবেচিত হবে।