ঝগড়ার সময় wife যদি থাকতে না চাই বা ছেড়ে দেওয়ার কথা বলে ( কি বলেছে খেয়াল নাই) আর husband যদি বলে ঠিক আছে তোমাকে আমার দরকার নাই বা তোমাকে ছেড়ে দিলাম (কি বলেছে আসলেই খেয়াল নাই) কিন্তু মনে নিয়ত থাকে এইটা তালাকের উদ্দেশ্য এ বলছি না, তাহলে তালাক হবে? মুলত husband ঝগড়া থামাতে বা situation handle করার জন্য যদি বলে??
husband কথাটা কয়েকবার বলছে,, কিন্তু কি বলছে খেয়াল নাই,,
১) এখন তালাক কি হবে? হলে কয় তলাক হবে?
২) একবার বায়েন তালাক হলে, আর বিয়ে না করলে পরে আর কোন কেনায়া শব্দে তালাক হবে? স্বরিহ শব্দে ও কি তালাক হবে?
৩) বায়েন তালাকের ইদ্দর পার হয়ে গেলে কি আর বিবাহ করতে পারবে?
৪) আমার জানার জন্য, বায়েন তালাকের পর,, ইদ্দত শেষ হয়েছে কিনা মনে না থাকলে, আর যদি সরীহ শব্দে তালাক দিয়ে ফেলে তাহলে কি তালাক হিসেবে গন্য হবে? যেহেতু ইদ্দত এই সময় পার হয়ে যেতেও পারে নাও পারে,,,
( তারা আসলে জানত না তালাক এর ব্যাপারে)