আসসালামু আলাইকুম
ওস্তাদ, আমি ত্বলিবুল ইলম আলহামদুলিল্লাহ। আমি পড়ালেখার পাশাপাশি মসজিদে ইমামতি করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি খুব দৃঢ়ভাবে অনুভব করতেছি যে আমার অন্তরে শান্তি নেই! আমি মাদ্রাসার সাথে লেগে আছি কিন্তু খুব মেহনতের সাথে ইলম অর্জন করতে পারতেছি না। বলা যায় যে নামকাওয়াস্তে শুধু মাদ্রাসায় পড়ি! রিসেন্টলি আমি আদিব হুজুর(আবু তাহের মিসবাহ হুজুর) কিছু কথা পড়লাম। ত্বলিবুল ইলমের, ইলম না পাওয়ার কারণ বা ইলমের সাথে না থাকার কারণ কি হতে পারে এ বিষয়ে। কয়েকটি কারণ উল্লেখ করা, এর মধ্যে উল্লেখযোগ্য করছে যে হালাল রিযিক না হওয়া। আমার মূল প্রশ্ন হচ্ছে,
ওস্তাদ, আমি যে মসজিদে ইমামতি করি এখানে তিন বেলা আমাকে খাবার দেয়; কিন্তু যারা খাবার দিচ্ছে, আমি তো জানিনা যে তারা হারাল ইনকাম করে নাকি হারাম। এমনকি আমি মসজিদে ঢোকার সময় বলে দিয়েছিলাম যে, যে বাড়িতে হারাম ইনকাম আছে সেখান থেকে আমার খাবার দিয়েন না। স্বাভাবিকভাবে ওস্তাদ কমিটি কাউকে না বলতে পারে না, কিন্তু এটাও তো বাস্তবতা যে, এই সমাজে সবার ইনকামই হালাল না। আবার আমি নির্দিষ্ট করে জানিও না যে কার ইনকাম হালাল। আমাকে শুধু মসজিদে এসে খাবার দিয়ে যায়, আমি সেটা গ্রহণ করি।
এখন আমার জন্য এই খাবার হালাল কিনা? আমার করনীয় কি?