Assalamualaikum .ওইদিন আমার স্বামী একটি কথা বলেছিলেন, আমি কেনায়া তালাক নিয়ে খুব টেনশন ছিলাম। পরে দুপুরে ভিডিও কল করে আমি তাকে বললাম, ;আপনি ওইদিন এটা দিয়ে কি বুঝিয়েছিলেন; তখন তিনি বললেন, তোমাকে যা বুঝতে বলেছি, তুমি বুঝো না, উল্টোভাবে বোঝো।তারপর আমি বললাম, আপনি কেনায়া তালাক বলতে বোঝাননি কি? ওইদিন যা বলেছিলেন সেটা কেনায়া বাক্য ছিল। পরে আমি আরও কিছু বলি। এভাবে আমার মনে হলো তিনি হুম বললেন মাথা নাড়িয়ে।
তারপর তিনি আমাকে মেসেজে বললেন,
;আজব এই কথা দিয়ে আমি তোমায় বুঝিয়েছি, তুমি আমার কথা মতো না চললে সেটা তোমার ইচ্ছা, আমি আল্লাহর কাছে জবাব দেব, তোমার দিকে নয়।
কথা থেকে কথা কোথায় এসে পৌঁছাচ্ছে, তা বোঝা যাচ্ছিল না। পরে আমরা স্বাভাবিক কথায় ফিরে যাই। আমি বলেছিলাম, ;আপনি কি কেনায়া তালাকের ইঙ্গিত দিয়েছিলেন? তিনি মাথা নাড়িয়ে শুধু হুম বললেন। তবে তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, তিনি মজা বা ফানভাবে বলছেন। অথবা তিনি নিজেও ঠিক বুঝতে পারেননি কারণ তখন মনোযোগ দিচ্ছিলেন না। আমাদের বিয়ে মাত্র ২ মাস হয়েছে, এবং তিনি এই ধরনের তালাকের ব্যাপারে খুব বেশি সচেতন।
আমার প্রশ্ন হলো:
যদি তিনি হুম বলেন
মজা বা রাগানোর উদ্দেশ্যে, অথবা
নিজের মনোযোগ না দিয়ে ,তাহলে কি তার মাধ্যমে তালাক হয়ে যাবে? Jodi onar temon intension thakto tahole onr porobortti behavior temon hoto . Ami jani ekhn Jodi onak ata nea jiggesh kori onar moneo thakbe na ar oni nijei bolbe j tmn kichui hoi nai