আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
3 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
Assalamualaikum .ওইদিন আমার স্বামী একটি কথা বলেছিলেন, আমি কেনায়া তালাক নিয়ে খুব টেনশন ছিলাম। পরে দুপুরে ভিডিও কল করে আমি তাকে বললাম, ;আপনি ওইদিন এটা দিয়ে কি বুঝিয়েছিলেন; তখন তিনি বললেন, তোমাকে যা বুঝতে বলেছি, তুমি বুঝো না, উল্টোভাবে বোঝো।তারপর আমি বললাম, আপনি কেনায়া তালাক বলতে বোঝাননি কি? ওইদিন যা বলেছিলেন সেটা কেনায়া বাক্য ছিল। পরে আমি আরও কিছু বলি। এভাবে আমার মনে হলো তিনি হুম বললেন মাথা নাড়িয়ে।

তারপর তিনি আমাকে মেসেজে বললেন,

;আজব এই কথা দিয়ে আমি তোমায় বুঝিয়েছি, তুমি আমার কথা মতো না চললে সেটা তোমার ইচ্ছা, আমি আল্লাহর কাছে জবাব দেব, তোমার দিকে নয়।

কথা থেকে কথা কোথায় এসে পৌঁছাচ্ছে, তা বোঝা যাচ্ছিল না। পরে আমরা স্বাভাবিক কথায় ফিরে যাই। আমি বলেছিলাম, ;আপনি কি কেনায়া তালাকের ইঙ্গিত দিয়েছিলেন? তিনি মাথা নাড়িয়ে শুধু হুম বললেন। তবে তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, তিনি মজা বা ফানভাবে বলছেন। অথবা তিনি নিজেও ঠিক বুঝতে পারেননি কারণ তখন মনোযোগ দিচ্ছিলেন না। আমাদের বিয়ে মাত্র ২ মাস হয়েছে, এবং তিনি এই ধরনের তালাকের ব্যাপারে খুব বেশি সচেতন।

আমার প্রশ্ন হলো:

যদি তিনি হুম বলেন

মজা বা রাগানোর উদ্দেশ্যে, অথবা

নিজের মনোযোগ না দিয়ে ,তাহলে কি তার মাধ্যমে তালাক হয়ে যাবে? Jodi  onar temon intension thakto tahole onr porobortti behavior temon hoto . Ami jani ekhn Jodi onak ata nea jiggesh kori onar moneo thakbe na ar oni nijei bolbe j tmn kichui hoi nai

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 276 views
...