আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তাদ।
আমি আমার ব্যবহৃত একটা ছেড়া পোশাক ওয়াশ রুমের সামনে দিয়ে রেখেছি পা মোছার জন্য। আমার স্বামী বলেছেন ব্যবহৃত পোশাক দিয়ে পা মুছলে বা পাড়ালে অথবা ময়লা মুছলে সংসারে অভাব অনটন আসে,দারিদ্র্যতা পিছু ছাড়ে না। উনাকে উনার একজন সিনিয়র ভাই বলেছেন। আমার কাছে এটা কুসংস্কার মনে হয়েছে। আমার স্বামী বলেছেন এই বিষয়ে একটু ফাতওয়া জানতে। দয়া করে উত্তর দেবেন উস্তায।
যাজাকাল্লহু খয়রন।