আসসালামু আলাইকুম উস্তাদ।আমি স্বপ্নে দেখেছি আমার পেটে অনেক রক্ত লাগানো, আয়নার মধ্যে নিজের বিভিন্ন প্রতিচ্ছবি ভয়ংকর ভাবে দেখা যাচ্ছে। তখন আমি জোরে জোরে বলছিলাম আমাদের বাসায় জ্বীনের প্রভাব আছে।
আজকে আবার স্বপ্ন দেখেছি আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করতে যাচ্ছি এবং চিন্তা করছিলাম যে হিন্দু ছেলেকে বিয়ে করতে হলে তো সিঁদুর দিতে হবে কিন্তু এগুলো তো কুফরি আর স্বপ্নের মধ্যে অনেক কুফরি টাইপ চিন্তাভাবনা আসছিল মাথায়। এরপর থেকেই আমার অনেক শরীর খারাপ এবং বমি হচ্ছে, প্রচুর ঘুম আসছে।এখন কি করা উচিত? উল্লেখ্য, আমাদের বাসার পাশে হিন্দু পাড়া, তারা সারাক্ষণ পূজা পাঠ ঘন্টা বাজানো এসব করতে থাকে যেগুলা বাসা থেকে শোনা যায়।