আসসালামু আলাইকুম।
আমার প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠানে একাউন্টস এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকুরির ক্ষেত্রে ইসলামি শরীয়াহর বিধান কী?
নির্দিষ্টভাবে কোন কোন কাজগুলো করা যাবে এবং কোন কোন কাজ গুলো করা যাবে না একাউন্টস এন্ড ফাইনান্স এর চাকুরিতে?
উল্লেখ্য যে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে financial planning, financial controlling, financial reporting, financial decision-making, internal audit, treasury, financial analysis, budgeting, tax and compliance, distribution finance, accounts payable and receivable ইত্যাদি বিভিন্ন নামে ডিপার্টমেন্ট থাকে যেখানে শুধু সে সাব-ডিপার্টমেন্টেই কাজ করতে হয় সাধারণত।
আবার অনেক প্রতিষ্ঠানে একাউন্টস এন্ড ফাইনান্স বিভিন্ন সাব-ডিপার্টমেন্টে বিভক্ত থাকে না এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে একাধিক ধরনের কাজ করতে হয় একাউন্টস এন্ড ফাইনান্স ডিপার্টমেন্টের চাকুরিতে।