১। আমি যোহরের সালাতের আগে তাহিয়্যাতুল ওজুর ২ রাকাত পড়ার নিয়ত করে পড়া শুরু করেছিলাম,সালাম ফিরিয়েছি কিনা আমার মনে নেই,আমি এটাও স্মরণ জরতে পারছি নাহ আমি কি যোহরের সালাতের সাথে পড়ে ফেলেছি কিনা,আমি আর মনেই করতে পারি নাই,,
২। প্রায়ই রাকাত ভুলে যাই,কখনো ৪ রাকাত এর নিয়ত করে ২ রাকাত ফড়ে সালাম ফিরাই,পড়ে মনে পড়ে,, কখনো দরূদ পড়ার সময়ই মনে পড়ে আমি তো ৪ রাকাত এর নিয়ত করেছি,
কখনো আবার ৪ রাকাত নিয়ত করি,রাকাত ভুলে যাওয়ার কারণে আমি ৫ রাকাত পড়ে ফেলি,,৫ রাকাতই পড়ি কিনা ৪ রাকাতকে কেন্দ্র করে পড়ি,ভাবি আমার এখন এক রাকাত পড়লে ৪ রাকাত হবে,,
৩। সিজদা ২ টার যায়গায় ৩ টাও দিয়ে ফেলি,এই ভেবে বোধহয় আমার ১ টা সিজদা হলো,