ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইলা হল,কসমের মাধ্যমে বিবাহিত স্ত্রী থেকে নিজেকে চার মাস সময় উল্লেখ করে বা না করে দূরে রাখা। অথবা তালাক,গোলাম আযাদ,রোযা, হজ্ব ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত করে, চার মাস সময় উল্লেখ করে বা না করে, নিজেকে স্ত্রী থেকে দূরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা। এবং দাসীর বেলায় দুই মাস দূরে থাকার কসম করা।এখন এই সময়ের ভিতর স্ত্রীর নিকটবর্তী হলে, কসম ভঙ্গ হবে ও কাফফারা ওয়াজিব হবে। চায় আল্লাহর নাম দ্বারা কসম করা হোক বা সিফাত দ্বারা। তাছাড়া শর্ত ও জাযা( বিনিময়/প্রতিদান) উল্লেখ করলে, তখন বিনিময় ওয়াজিব হবে। উক্ত সময়ের ভিতরে স্ত্রীর নিকটবর্তী হলে, ইলা খতম হয়ে যাবে আর সময়ের ভিতর স্ত্রীর নিকটবর্তী না হলে, তখন এক তালাক বায়েন পতিত হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৭৬)
কেউ তার স্ত্রী সাথে সহবাস না করার কথা বললে ইলা হয়। কিতাবুন-নাওয়যিল-১০/১২৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/6302
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দেখো ৪০ দিন শারীরিক সম্পর্ক করব না অটো হবে মুখে বলাও লাগে না ঈলা হবে "" এ কথার দ্বারা ৪০ দিন পর ইলা হবে না। কেননার আল্লাহর নাম নিয়ে চার মাসের শারীরিক সম্পর্ক না করার কসম করার নামই ইলা। সুতরাং প্রশ্নের বিবরণমতে ইলা হবে না। যেহেতু ইলা হবে না তাই তালাকও হবে না।