আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১.আমার স্বামী আমার কাছ থেকে গান শুনতে চান কিন্তু আমি গান পারি না। দ্বিনের পথে আসার পরে আর গান শুনা হয় না। এটা হারাম এজন্য। তাও প্রায় ৩বছর। আগের গুলোও ভুলে গেছি তো মাঝে মাঝে এটা নিয়ে দুজনের ঝামেলা হয়। এখন আমার করণীয় কি?
২. আমার স্বামী চান আমি কিছু স্কিল ডেভেলপমেন্ট এর ক্লাস বা পড়াশুনা করি।যেমন, ইবাদত, পাবলিক স্পিকিং, ন্যাগোশিয়েশন স্কিল, স্ট্রেস ম্যানেজমেন্ট প্রভৃতি আমি সারাদিন ধরে কি কি করি, যে দিন চলে গেলো সেই দিনের অর্জন কি বা আমি ওনার দেয়া কাজ গুলো করি কিনা এগুলো জানতে চান দিন শেষে কিন্তু আমি কাজ বুঝায় দিতে পারিনা। উনি যেগুলো অপছন্দ করে সেগুলো আমি করি বাদ দিতে পারিনা। এগুলো নিয়ে মাঝে মাঝে অনেক বড়ো ঝামেলা হয় দুজনের। আমি বুঝি এগুলো করা ঠিক না কিন্তু তাও পারিনা। এখন আমার করণীয় কি? কিছু নসিহা দিলে আমার জন্য খুব ভালো হতো।
জাযাকাল্লাহ খইরন।