আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in সালাত(Prayer) by (18 points)
সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
কেমন আছেন
আমার দুইটি প্রশ্ন
প্রথম প্রশ্ন: আমার এক বড় ভাই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চার ওয়াক্ত নামাজে সে পাঞ্জাবি পায়জামা পড়ে নামাজ পড়ে বাকি ফজরের নামাজটা সে হাফহাতা গেঞ্জি গায়ে দিয়ে এবং টাউজার পড়ে নামাজ পড়ে।

 তার উদ্দেশ্য হলো যে ফজরের পর যেহেতু আমি হাটাহাটি করি তাই গেঞ্জি এবং ট্রাউজার নামাজ পড়ি যাতে করে হাটাহাটির জন্য আবার পাঞ্জাবি পায়জামা না খুলতে হয়।

এখন আমার জানার বিষয় হলো এমতাবস্থায় তার এই ফজরের নামাজের হুকুম কি হবে যেহেতু সে তার পরনের কাপড় পড়তেছে উদ্দেশ্য এটাই যে ফজরের নামাজের পর হাটাহাটি করতে যেতে সমস্যা না হয়।

দ্বিতীয় প্রশ্ন অনেক সময় দেখা যায় গেঞ্জি গায়ে দিয়ে অনেক যুবক নামাজ পড়ে কিন্তু তাদের গেঞ্জির পেছনে খেলোয়ারদের নাম লেখা থাকে এরকম ভাবে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে। তারপর বর্তমান যেহেতু নির্বাচনের হাওয়া বইতেছে এজন্য নির্বাচনের প্রার্থীর নাম এবং নির্বাচনের প্রতি থাকে তো এই গেঞ্জি গায়ে দিয়ে নামাজের হুকুম কি।

1 Answer

0 votes
by (731,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সালাফে সালেহীদের সাধারণ মা'মুল ছিল যে, তারা পরিপূর্ণ কাপড় পরিধান করেই নামায পড়তেন। নেককার লোকদের পোষাককে আল্লাহ অত্যান্ত পছন্দ করে থাকেন। সুতরাং শার্ট পরিধান করা কারো মজবুরি হয়, সে যেন লম্বা হাত সম্ভলিত শার্ট বা টি শার্ট পরিধান করে নেয়। হাফ শার্ট পরিহিত অবস্থায় যদি কারো নামাযের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সে নামাযকে পরিত্যাগ করবে না।বরং নামায পড়ে নেবে।তখন নামাযকে পরিত্যাগ করা জায়েয হবে না।
মারাকিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে,
"وتشميركميه عنهما" للنهي عنه لما فيه من الجفاء المنافي للخشوع. ( كتاب الصلاة، باب ما يفسد الصلاة، فصل في المكروهات، ١/ ١٢٨)
হাতল কে উপরের দিকে ভাজ করে রাখা, নামাযের খুশু খুজুর মুনাফি।

ফাতাওয়ায়ে কাযীখানে বর্ণিত রয়েছে,
ولو صلي رافعا كميه إلي مرفقين كره. ( فصل فيما يفسد صلاة)
কাপড়ের হাতলকে উপরের দিকে ভাজ করে রাখা মাকরুহ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5745


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গেঞ্জি এবং ট্রাউজার পরিধান করে নামাজ পড়া মাকরুহ হিসেবে বিবেচিত হবে।

লেখা সম্বলিত গেঞ্জি নিয়ে নামায পড়াও মাকরুহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (18 points)
হযরত আপনি এখানে মাকরূহ বলেছেন এখন
 মাকরুহ দ্বারা কি মাকরুহের তানজিহি না মাকরুহে তাহরীমী??

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...