ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সালাফে সালেহীদের সাধারণ মা'মুল ছিল যে, তারা পরিপূর্ণ কাপড় পরিধান করেই নামায পড়তেন। নেককার লোকদের পোষাককে আল্লাহ অত্যান্ত পছন্দ করে থাকেন। সুতরাং শার্ট পরিধান করা কারো মজবুরি হয়, সে যেন লম্বা হাত সম্ভলিত শার্ট বা টি শার্ট পরিধান করে নেয়। হাফ শার্ট পরিহিত অবস্থায় যদি কারো নামাযের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সে নামাযকে পরিত্যাগ করবে না।বরং নামায পড়ে নেবে।তখন নামাযকে পরিত্যাগ করা জায়েয হবে না।
মারাকিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে,
"وتشميركميه عنهما" للنهي عنه لما فيه من الجفاء المنافي للخشوع. ( كتاب الصلاة، باب ما يفسد الصلاة، فصل في المكروهات، ١/ ١٢٨)
হাতল কে উপরের দিকে ভাজ করে রাখা, নামাযের খুশু খুজুর মুনাফি।
ফাতাওয়ায়ে কাযীখানে বর্ণিত রয়েছে,
ولو صلي رافعا كميه إلي مرفقين كره. ( فصل فيما يفسد صلاة)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গেঞ্জি এবং ট্রাউজার পরিধান করে নামাজ পড়া মাকরুহ হিসেবে বিবেচিত হবে।
লেখা সম্বলিত গেঞ্জি নিয়ে নামায পড়াও মাকরুহ।