আসসালামু আলাইকুম
খালা: আমার খালা বাইরে গেলে কখনো বোরকা পরেন, কখনো পরেন না, নন মাহরাম মেনে চলেন না, মানে দুলাভাই ,ও অন্যান্য নন মাহরাম এর সামনে পর্দা করেন না,যেভাবে করা উচিত।উনি তার পিতা জীবিত থাকা অবস্থায় একা বিয়ে করেছেন,(বিয়ে না করে বলেছেন যে বিয়ে করেছি,পরে গিয়ে বিয়ে করেছে, ওনার বাবা রাজি ছিল না) উনি কোন মাজহাব অনুসরণ করেন আমি জানিনা,উনি অনেক আগে বলেছেন উনি মাজহাব সম্পর্কে জানেন না।একবার নাকি ওনার স্বামী মুখে তালাক দিয়ে ফেলছিল আমি বিস্তারিত জানি না,এখন তারা সংসার করছে।
মামি: মামি খাস পর্দা করার চেষ্টা করছেন,নন মাহরাম এর সাথে এখনো কথা বলেন তবে চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ,বাসায় নন মাহরাম আসলে জামার ওপর হিজাব পরেন,কিন্তু আমার মামির স্বামী মানে আমার মামা নামাজ তেমন পড়েন না,শুধু জুমা পরেন।
আমার ওয়াসওয়াসা আছে,তাই হয়তো এত বিস্তারিত লিখেছি,আমি সালাফি ফতোয়া মেনে চলি আলহামদুলিল্লাহ,আমার ওপর আমার মামী ,খালা দুই জনেরই অবদান আছে, তারা অসংখ্য বার আমাকে জামা গিফট করেছে,কিন্ত আমি একবারও দেইনি, আমি জানতে চাই
১.আমার খালা কে কি জামা উপহার দেয়া যাবে?
২.আমার মামি কে কি জামা উপহার দেয়া যাবে?