আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি প্রতিদিন অন্তত আধাঘণ্টা সময় নিয়ে কিছুক্ষণ "দুরুদে ইব্রাহিম, সাইয়্যেদুল ইস্তেগফার, সূরা ইখলাস, সুবহানাল্লাহ এর মতো কিছু ছোট ছোট যিকির" পড়ে এর স‌ওয়াব আমার বাবা,মা,নানু,নানা,দাদা, দাদু এবং ছোট ভাইয়ের আমলনামায় পাঠাতে চাই। এদের মধ্যে আমার দাদা দাদু নানা নানু ছাড়া বাকি সবাই জীবিত। অর্থাৎ কিছু মানুষ জীবিত ،কিছু মৃত।
১) এভাবে দুআ যিকির পড়ে জীবিত এবং মৃত মানুষদের আমলনামায় সেই আমলের স‌ওয়াব পাঠানো কি জায়েজ হবে শাইখ?
২)এই সবগুলো যিকিরের স‌ওয়াব যে আমি আমার প্রিয় মানুষগুলোর আমলনামায় পাঠাতে চাচ্ছি এর জন্য যিকির গুলো করা শেষে আমি সুন্দর করে কিভাবে আল্লাহর কাছে দুআ করতে পারি এই ব্যাপারে একটু শিখিয়ে দিবেন।