ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গীবত করা কবিরা গোনাহ।সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া এবং তাওবাহ করা ব্যতিত গীবতের গোনাহের কোনো মাফ হবে না। চোগলখোরি, অপবাদ এবং হক নষ্টের গোনাহও সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমা করা ব্যতিত আল্লাহ সাধারণত ক্ষমা করবেন না।
"হ্যা, যার গীবত করা হয়েছে সে যদি জানতে না পারে যে তার নামে গীবত করা হয়েছে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াটা জরুরী নয়, শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই হবে।"
জ্বী, আপনি এমনটা মানতে পারবেন।আল্লাহ কারো প্রতি রাজী এবং খুশী হয়ে গেলে, তার সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দিতে পারেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/54510
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুহতারাম, গীবত কবিরা গোনাহ। যার গীবত করা হয়েছে, তার ক্ষমা করা ব্যতিত গীবতের গোনাহ মাফ হবে না।