বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক আবেদনে পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে তাহলে তালাক হবে না। যেমন, স্ত্রী তার স্বামীকে বলল, আমাকে তালাক দাও, এর পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে, তাহলে এদ্বারা তালাক হবে না।
مأخَذُ الفَتوی
لما في الفتاوي الهندية:
"امرأة قالت لزوجها تريد أن أطلق نفسي فقال الزوج نعم فقالت المرأة طلقت إن كان الزوج نوى تفويض الطلاق إليها تطلق واحدة وإن عنى بذلك طلقي نفسك إن استطعت لا تطلق."(کتاب الطلاق،الباب الثالث في تفويض الطلاق،الفصل الثالث،ج:1،ص:402،ط:دار الفکر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রী ঝগড়ার সময় স্ত্রী যদি এক পর্যায়ে বলে,"আমাকে তালাক দিয়ে দাও এরপর স্বামী যদি বলে,"আচ্ছা ঠিক আছে, ঠিক আছে"-এই কথায় তালাক হবে না।