আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। আমার স্বামী বাইরে থাকেন প্রবাসে। আমাদের বিয়েটা আমার পরিবার শুরুতে মেনে নেন নি তবে এখন অনেকটাই মেনে নিয়েছেন। এখন আমার মা বলেন স্বামী যেহেতু দেশে নেই বাইরে থাকেন কাছে থাকেন না তাই যেন আমি আমার বাবার বাড়িতে থাকি। অন্যদিকে আমার স্বামী বলেন বিয়ের পর স্বামীর বাড়িই আসল বাড়ি বাকি সব বেড়ানোর জায়গা তাই আমার বাবার বাড়িতেও যেন আমি বেশিদিন না থাকি। উনারা মিউচুয়ালি এটা নিয়ে একে অপরের সাথে কথা বলেন না যেহেতু এখনও সেভাবে আমার স্বামীকে মেনে নেন নি আমার পরিবার। এখন বাবার বাড়িতে গেলে আমার ইবাদতে কিছুটা অনীহা আসে কিন্তু আমার মাদরাসার পড়াশোনা ঠিক থাকে। কিন্তু শ্বশুরবাড়ি গেলে ইবাদত ঠিক থাকলেও আমার মাদরাসার পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটে। এমতাবস্থায় আমার করণীয় কি?