আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (59 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায। আমার একজন পরিচিত আছেন। ওনার স্বামী কে যাকাত দেয়া যাবে। ওনাকে যাকাতের টাকা দিতে হলে সরাসরি তো বলা লাগবে যে এটা যাকাতের টাকা আপনার স্বামী কে দিয়েন। স্বামী তো যেকোন খাতেই খরচ করতে পারবে। আমরা ওনাকে জানাতে চাচ্ছি না যে এটা যাকাতের টাকা। না জানিয়ে কিভাবে দেয়া যায় জানানোর অনুরোধ।
১) আরেকটা বিষয়, যাকাতের সেই টাকা দিয়েই ওনাদের বাজার করে পাঠানো যাবে কিনা জানানর অনুরোধ। আর সরাসরি টাকা  দিলেও কিভাবে কি বলে দিবো।
জাযাকাল্লাহ খাইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ উস্তায।

বাজার বা টাকা টা স্বামীর কাছে দেয়ার সুযোগ নেই। দিতে হবে স্ত্রীর কাছে। সেখানে ওনার স্ত্রী কে কি বলে দিবো? বাজার করে স্ত্রীর কাছে দিলে হবে? টাকাও যদি স্ত্রীর কাছে যাকাতের নিয়তে দেয়া হয় তাহলে কি হবে? ওনার স্বামীর কাছে দেয়ার সুযোগ নেই৷ যেহেতু আমি একজন নারী। ওনার স্ত্রীর সাথে যোগাযোগ। যাকাত টা কিভাবে কি বলে পৌছাবো?

1 Answer

0 votes
by (695,850 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/71830/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)

কে যাকাত খেতে পারবে?

وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.

অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।
(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কেহ যদি যাকাতের টাকা হাদীয়া বলে দেয়,তাহলে এটা জায়েজ আছে।
তবে এটা প্রদানের সময় যাকাত দাতার অন্তরে অবশ্যই  যাকাতের নিয়ত থাকতে হবে। 

ফাতাওয়ায়ে আলমগীরীতে আছেঃ  

الفتاوى الهندية (1/ 171)
'' ومن أعطى مسكيناً دراهم وسماها هبةً أو قرضاً ونوى الزكاة فإنها تجزيه، وهو الأصح، هكذا في البحر الرائق ناقلاً عن المبتغى والقنية''

যার সারমর্ম হলো কেহ যদি মিসকিনকে হিবাহ (হাদীয়া),করজ হিসেবে টাকা দেয়,দেওয়ার সময় যাকাতের নিয়ত করে,তাহলে এটার দ্বারা যাকাত আদায় হয়ে যাবে। 
এটাই ছহীহ কওল।  

ولا يشترط علم الفقير أنها زكاة على الأصح حتى لو أعطاه شيئا وسماه هبة أو قرضا ونوى به الزكاة صحت (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الزكاة-715، الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول فى تفسيرها وصفتها وشرائطها-1/171، جديد-1/233، البحر الرائق-2/370
সারমর্মঃ
ফকিরের জানা শর্ত নয় যে এটি যাকাত।
এমনকি কেহ যদি ফকিরকে হিবাহ (হাদীয়া),করজ নামে কিছু দেয়,দেওয়ার সময় যাকাতের নিয়ত করে,তাহলে এটার দ্বারা যাকাত আদায় হয়ে যাবে। 

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নের বিবরণ মতে আপনি তার স্বামীকে যাকাতের টাকা হাদিয়া বলে দিতে পারবেন। তবে আপনার অন্তরে যাকাত প্রদানের নিয়ত থাকতে হবে।

(০২)
যাকাতের সেই টাকা দিয়েই উনাদের বাজার করে পাঠানো যাবে।

সরাসরি টাকা দিলে হাদিয়া/গিফট /উপহার বলে দিতে পারবেন।

তার স্ত্রী কে বলবেন যে আপনি আপনার স্বামীকে এটি হাদিয়া/গিফট /উপহার হিসাবে দিলাম।

আপনি পৌঁছে দিয়েন।

বাজার করে স্ত্রীর কাছে দিলেও হবে।
বলবেন যে এটি আপনার স্বামীকে দিলাম।

টাকাও যদি স্ত্রীর কাছে স্বামীকে পৌছানোর কথা বলে যাকাতের নিয়তে দেয়া হয়, তাহলেও হবে।

(বলবেন যে এই টাকা আপনার স্বামীকে হাদিয়া দিলাম, সুতরাং এটা টাকা আপনার স্বামীকে আপনি পৌঁছে দিবেন।

বাজার করে দিতে চাইলে বাজার নিয়ে এসে বলবেন যে এই বাজার আপনার স্বামীকে হাদিয়া দিলাম, সুতরাং এটা বাজার আপনার স্বামীকে আপনি পৌঁছে দিবেন।

★বাজার না দিয়ে টাকা দেয়াই উত্তম।)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...