বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদিও মূল হুকুম ছিলো আপনার স্টক পণ্যর উপর প্রত্যেকটার পৃথক পৃথক এক বৎসর অতিবাহিত হওয়া। তবে এরকম করলে মানুষ সীমাহীন কষ্টে নিপতিত হবে। তাই ফুকাহয়ে কেরাম বলেন, মানুষের সহজতার স্বার্থে ব্যবসায়ী বা নিয়মিত দৈনিক আয়-উপার্জনকারীর জন্য একটি বৎসরকে নির্ধারণ করে দেওয়া হবে। এক বৎসেরর ভিতর যাই লাভ হোক, যাই ইমপোর্ট করা হোক, সবগুলোর জন্য একটি মেয়াদকে উল্লেখ করা হবে। যেমন রমজান থেকে রমজান, অর্থাৎ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সময়ের ভিতর যাই লাভ হোক বা যে মালই ইমপোর্ট করা হোক, যদি তা নেসাব পরিমাণ হয়, তাহলে তার উপর যাকাত দিতে হবে।