আসসালামু আলাইকুম, আমার খালাতো বোন গত এক মাস মেডিকেলে ভর্তি থেকে গতকাল মারা গিয়েছেন,, উনার চিকিৎসার যাবতীয় ভার আমার উপর ছিলো,, উনি উনার ফ্যামিলিকে মানে উনার হাজবেন্ড, ছেলে, মেয়ে কে না জানিয়ে উনার মা এর কাছে ২লাখ টাকা জমিয়েছেন অনেক বছর লাগিয়ে,,, উনার চিকিৎসার জন্যে সেইখান থেকে ১লাখ টাকা আমার কাছে জমা রাখেন যেহেতু আমি ই উনার যাবতীয় সব করতেছিলাম তাই টাকা আমাকে দিয়ে রেখেছিলেন যেখানে যা লাগে তা যেন দিতে পারি,,, উনার ১লাখের থেকে এখন আর কিছু টাকা বাকি আছে আমাদের কাছে উনি তো মারা ই গেলেন।।। তো এই টাকার হিসেব রাখতে গিয়ে আমার মনে হচ্ছে ৬০০-৮০০টাকার এদিক সেদিক হতে পারে, আমি হিসেব করতাম উনার টাকার কোথায় কতো যাচ্ছে,,, তাই আমি নিজে থেকে ২০০০টাকা উনার টাকার সাথে মিলিয়ে রেখেছি,, আমার দ্বারা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে বললাম ৬০০-৮০০টাকার একদিন হিসেব মিলাতে পারি নাই তাই আমার নিজের টাকা থেকে ২০০০টাকা দিয়ে রেখেছি আমার পরিবারের বড় যারা আছেন তাদের কাছে, তো যিনি মারা গেছেন উনার ও কিছু টাকা রয়ে গেছে আর আমার এই ২০০০টাকা,, এখন আমার পরিবারের মানুষ চাচ্ছে এই টাকা দিয়ে উনার নামে গরিব মানুষদের খাওয়াতে এতে উনার পরিবারের মানুষের ও মতামত আছে,, আমার প্রশ্ন হচ্ছে উনার স্বামী বা ছেলে মেয়েদের এই টাকা না দিয়ে এইভাবে গরীব মানুষদের খাওয়ানো ঠিক হবে কিনা,, আর আমি যেটা করেছি সেটা ঠিক আছে কিনা? আর হচ্ছে উনার আরো জমানো ১লাখ টাকা যে আছে উনার আম্মার কাছে, সেই টাকা উনার স্বামী, ছেলে মেয়েকে কতোটুকু করে দিবে? এইখানে বলে রাখি উনার আম্মা চাচ্ছেন না উনার এই টাকার ব্যাপারে উনার স্বামী, ছেলে, মেয়েদের জানাইতে, আমাদের কে বলছে এখন কিছু না বলতে