আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ।
উস্তাদ,আমাদের প্রাইমারি স্কুলের একজন স্যার আছেন যিনি প্রায় ২০/২৫ বছর থেকে আছেন।গ্রামের সবার সাথে ভালো সম্পর্ক। ইসলাম সম্পর্কে জানেন কিন্তু মানেন না।জানি না কেই দাওয়াত দিয়েছে কিনা।আমি একজন মেয়ে।কাউকে যদি বলি যে উনাকে দাওয়াত দেয়ার কথা কেউ দিবে বলে মনে হয় না।জড়তা কাজ করে উনাদের। আমি কি উনাকে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিতে পারবো?আর চিঠিতে দিলে তো খুব শর্ট করে লিখতে হবে যাতে তিনি বিরক্ত না হোন! কোন কোন বিষয় উল্লেখ করবো?