আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমার চাচাতো বোন প্রেগনেট । সে আজকে বাসায় একটি ছোট বিড়ালের বাচ্চা নিয়ে আসছে পালার জন্য । এখন এটা নিয়ে অনেকে অনেক বকা ঝকা করছে আর বলছে যে গর্ভবতী অবস্থায় বিড়াল পাললে বা দেখলে নাকি বাচ্চা বিড়ালের মতো হয় । এগুলো কি সত্যি ? কোনো সমস্যা হবে ?